সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও রীতিমত ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের রাওয়ালকোটে পাকিস্তান সেনা বিরোধী শ্লোগান দিতে দেখা যাচ্ছে কয়েকজনকে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি প্যারালাল নিউজ। সেই ভিডিওতে তাদের বলতে শোনা গেছে— ‘আমেরিকার পালতু কুকুর, ইউনিফর্ম পরিহিতরা’। পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন পাক সেনাবাহিনী সম্পর্কে এ ধরনের মন্তব্য সত্যিই তাৎপর্যপূর্ণ। মনে করা হচ্ছে, পাকিস্তানের অন্দরেই পাক সেনাপ্রধান আসিম মুনির সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেননা মুনির ঘন ঘন আমেরিকা সফর করছেন। এমনকী ট্রাম্পের সঙ্গেও নাকি মধ্যাহ্নভোজে অংশ নিয়েছিলেন। পাকিস্তানের সাধারণ মানুষের কোথাও মনে হয়েছে পাক সেনাপ্রধান আমেরিকার গোলামি করছে, তাই তারা এটাকে ভালো চোখে দেখছেন না। ভাইরাল হওয়া ওই ভিডিওতে সেই ক্ষোভেরই হয়তো বহিঃপ্রকাশ দেখা গেছে।
সম্প্রতি আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতকে একের পর এক হুমকি দিয়েছেন পাক সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। অথচ ‘অপারেশন সিঁদুর’ চলাকালীন এই পাক সেনাপ্রধানই সবার আগে বাঙ্কারে গিয়ে লুকিয়েছিলেন। অথচ এখন আমেরিকার মদতে নিজেদের পারমাণবিক শক্তিধর হিসেবে দাবি করে ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে। যদিও ভারত সরকারের তরফ থেকেও কড়া ভাষায় এর প্রতিক্রিয়া জানানো হয়েছে। এমনকী আমেরিকার মাটিতে দাঁড়িয়ে মুনির এ ধরনের মন্তব্য করায় আমেরিকার প্রতিও অসন্তোষ প্রকাশ করেছে দিল্লি।
ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে আমেরিকা তরফ থেকে বারবার দাবি করা হয়েছিল যে, ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতাতেই নাকি দুই দেশ যুদ্ধ বিরতিতে গেছে। এমনকী তারা ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের প্রবণতাকে রুখে দিয়েছে বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল। যদিও ভারত সরকার বিবৃতি দিয়ে স্পষ্ট জানিয়েছিল কারও মধ্যস্থতাতে নয়, পাকিস্তান যুদ্ধ বিরতির প্রস্তাব দিয়েছিল বলেই তারা সেটা গ্রহণ করেছিল। এই আবহে পাকিস্তান সেনা প্রধানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে ডোনাল্ড ট্রাম্পের। এমনকী ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেয় পাক সেনাপ্রধান আসিম মুনির। এইসমস্ত বিষয় যে পাকিস্তানের সাধারণ মানুষের একটা বড় অংশ ভালভাবে নেয়নি এই ভাইরাল ভিডিও তারই প্রমাণ।







