পঞ্চায়েত প্রধানের স্ট্যাম্প এবং সই নকল করার অভিযোগে এবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন খোদ পঞ্চায়েত প্রধান। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে বেনিয়াগ্রাম পঞ্চায়েত এলাকায়।
বেনিয়া গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান জাকির হোসেনের অভিযোগ, তাঁর কাছে পাইকপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল ফারুক নামের এক যুবক ‘কৃষক বন্ধু’ প্রকল্পের ডেথ ক্লেমের ফর্ম নিয়ে আসেন এবং তাঁকে সেই ফর্মে সই করার জন্য অনুরোধ করেন। সেসময় ফর্ম হাতে নিতেই তিনি দেখেন যে, ওই ফর্মে আগে থেকেই প্রধানের সই এবং স্ট্যাম্প রয়েছে।
যদিও বেনিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জাকির হোসেনের অভিযোগ ফর্মে প্রধানের ওই সই এবং স্ট্যাম্প নকল। প্রধানের আরও দাবি, কোনো দালাল চক্র এই ঘটনার সঙ্গে যুক্ত। বেনিয়াগ্রাম পঞ্চায়েতের প্রধান মহ: জাকির হোসেন ফরাক্কা থানায় লিখিত অভিযোগ করেন এবং এবিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদনও জানান।







