আবারও বাংলায় কথা বলার অভিযোগে ভিন রাজ্যে পুলিশের হাতে আটক পরিযায়ী শ্রমিক, এমনটাই অভিযোগ পরিবারের, নাগরিকত্বের সমস্ত রকম তথ্য দেওয়ার পরেও আজ ২১ দিন আটকে রেখেছে তাদের, বাড়ির মানুষকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার আর্জি মুখ্যমন্ত্রীর কাছে কাছে আবেদন জানিয়েছেন তাঁর পরিবার। টাকি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজিব শেখ নামে এক ব্যক্তি তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকের কাজ করে। বিগত পাঁচ বছর ধরে সেখানে কাজ করছে সে। হঠাৎই আজ থেকে একুশ দিন আগে অর্থাৎ গত ২২ জুলাই রাজিব শেখ সহ বেশ কয়েকজনকে ধরে নিয়ে যায় তামিলনাড়ুর পেরেমবালা থানা পুলিশ। যদিও সেখানে পুলিশের হেফাজতে থাকার পরেও রাজিব শেখ তাঁর পরিবারের সঙ্গে ফোনে কথা বলতে পারছিল বা পরিবার তার সঙ্গে যোগাযোগ করতে পারছিল বলেই জানা যাচ্ছে।
এরপর সেখানকার থানার পুলিশ বিভিন্ন নাগরিকত্বের প্রমাণ চাওয়ায় সমস্ত রকম নাগরিকত্বের প্রমাণ তার পরিবার পাঠিয়ে দেয়। কিন্তু তারপরেও ২১ দিন কেটে গেছে, এখনও রাজিব শেখকে ছাড়েনি তামিলনাড়ুর পুলিশ। এমনকী এখন আর তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছে না তার পরিবারের লোকজন, এমনই জানানো হয়েছে তাঁর পরিবার সূত্রে। এই অবস্থায় রীতিমতো দুশ্চিন্তায় পড়েছে তাঁর স্ত্রী ও সন্তানরা।
তাঁর স্ত্রী ও সন্তানদের দাবি, বাংলায় কথা বলার কারণেই রাজিব শেখকে সেখানকার পুলিশ আটক করেছে। সংসারের একমাত্র উপার্জনের রাস্তাও বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক সমস্যায় পড়েছে গোটা পরিবার। তাঁর স্ত্রীর পক্ষে সংসার চালানো দায় হয়ে পড়েছে। কী করে সংসার চলবে সেটাই বুঝতে পারছেন না তাঁর স্ত্রী মোনোরা বিবি এবং ছেলে জাহিদুল ইসলাম শেখ। মুখ্যমন্ত্রীর কাছে তার স্ত্রীর কাতর আবেদন, তাঁর স্বামীকে অবিলম্বে রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। যদিও এই বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন টাকি ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোবিন্দ সরকার।







