লোকসভার বিরোধী দলনেতার দায়িত্ব পেয়েই ‘হায়ার এন্ড ফায়ার ‘ মুডে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বাংলায় এসআইআরে একজনেরও নাম বাদ পড়লে লক্ষ বাঙালি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে ‘ভোট চোর’ আখ্যা দিয়ে সাংবাদিক সম্মেলন করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রীতিমত প্রমাণ দিয়ে ভোট চুরি ধরিয়েও দেন তিনি। রাতে নৈশ ভোজে ইন্ডিয়া জোটের শরিকদের পাঠ নেন রাহুল। আর কমিশনের বিরুদ্ধে ‘ঠোঁস সবুদ’ পেয়ে বাংলায় এস আই আর ইস্যুতে গর্জে উঠলেন অভিষেক।
বিহারের মতো পরবর্তীকালে বাংলাতেও এই বিশেষ প্রক্রিয়া চালানো হলে তার ফল যে ভালো হবে না এদিন তা বুঝিয়ে দিয়ে জল্পনা দিল্লি থেকে কলকাতায় ফিরে সাংবাদিকের তিনি বলেন, “যাঁরা ‘হ্যাঁ স্যার’ বলে নির্বাচন কমিশনকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদের সতর্ক করছি। যদি ভোটার তালিকা থেকে কোনও বাঙালির নাম বাদ যায়, এক লক্ষ বাঙালি নিয়ে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করব।”
অভিষেক আরও জানিয়েছেন, এসআইআর প্রশ্নে এক বন্ধনীতে আসতে রাজি ইন্ডিয়া জোটের বাকি দলগুলি। আগামী ১১ আগস্ট সোমবার বিরোধী সাংসদরা দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তর ঘেরাও কর্মসূচিতে যোগ দেবেন।তৃণমূলের লোকসভার দলনেতার দায়িত্ব পাওয়ার পর অভিষেক স্পিকারের সঙ্গে দেখা করেছেন। ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার ও বাঙালির অস্মিতার উপর আঘাতের বিষয়ে সংসদে আলোচনার দাবি জানিয়েছেন তিনি। কিন্তু সেই দাবি মানা হয়নি বলেই খবর। যা নিয়ে আগামিদিনে সংসদ উত্তাল হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।







