“আগে অমিত শাহ জন্মের কাগজ দেখান।” ঝাড়গ্রামের সভা থেকে এভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এসআইআর এবং এনআরসি শুনিয়ে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে অবস্থাই হোক বাংলায় তিনি কোনদিনও এনআরসি হতে দেবেন না বলে একাধিকবার জানিয়েছেন। বুধবারও ঝাড়গ্রাম থেকে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন বাংলার প্রশাসনিক প্রধান। তিনি বলেন, ” অমিত শাহ আগে জন্মের শংসাপত্র দেখান। তারপর বাকিদের টা দেখতে চাইবেন।” ঝাড়গ্রাম শহরের পাঁচমাথার মোড়ে সভা করেন তিনি। সেখান থেকেই বাঙালি হেনস্তা থেকে এনআরসি, একাধিক ইস্যুকে কেন্দ্রকে তুলোধোনা করেন তিনি। তাঁর সাফ কথা, “এসআইআরের নেপথ্যে এনআরসি। ভয়ে মানুষ আত্মহত্যা করছে। কিন্তু কেউ ভয় পাবেন না। মানুষের অধিকার কাড়তে দেব না। বিজেপির চালাকি মানুষ বুঝে গিয়েছে। এনআরসি হচ্ছে না, হবেও না।” বিজেপি সরকারকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন “আসল ভোটারের নাম বাদ গেলে সকলের মুখোশ খুলে দেব। নাম বাদ দিলে আমাদের দেহ পেরিয়ে যেতে হবে।” এরপরই তিনি প্রশ্ন করেন, “কোন আইনে নোটিস পাঠাচ্ছে অসম সরকার?” নির্বাচন কমিশনকেও নিশানা করে তিনি।







