স্পেশাল ইনটেনসিভ রিভিসন বা এসআইআর নিয়ে এবার জাতীয় নির্বাচন কমিশনকে চরম বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের ওপর নির্যাতন নিয়ে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে নতুন ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো বোলপুর থেকে প্রথম মিছিল করেন মুখ্যমন্ত্রী। এবার ঝাড়গ্রামেও বুধবার মিছিল করেন তিনি। এসআইআরের নামে আসলে ঘুরপথে এনআরসি হচ্ছে বলে অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এনআরসি মানছি না, মানব না। মনে রাখবেন লিস্ট থেকে কারো নাম বাদ দিতে হলে আমার দেহ পেরিয়ে যেতে হবে, এনআরসি মানছি না মানব না।” সিধু-কানুহর মাটিতে দাঁড়িয়ে বাংলার শিক্ষা-সংস্কৃতিকে বাঁচাতে রাজনীতি না করার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ভুলে যান রাজনৈতিক মতভেদ। আপনার ঠিকানা, আপনাকেই রক্ষা করতে হবে।” ঝাড়গ্রামের মঞ্চে বাংলা ভাষার উপর ‘আক্রমণে’র বিরুদ্ধে গর্জে ওঠেন তিনি। রবীন্দ্রনাথ, নেতাজি, স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন? দেশের জাতীয় সঙ্গীত ও জাতীয় স্তোত্র কোন ভাষায় সেই প্রশ্ন করে কেন্দ্রকে বিঁধলেন তিনি।







