লোকসভায় দায়িত্ব বাড়ল অভিষেকের। আর সুদীপ বন্দ্যোপাধ্যায় নয়, তাঁর বদলে লোকসভার দলনেতা মনোনীত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দলীয় সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, “আমাদের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় খুব অসুস্থ। তাই কাকলি ঘোষ দস্তিদারকে সঙ্গে নিয়ে কাজ করবেন অভিষেক। তবে চিফ হুইপ পদে থাকবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ই।” একথা বাস্তব,
দীর্ঘদিন ধরেই অসুস্থ লোকসভার তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। ফলে বেশিরভাগ দিনই অধিবেশনে উপস্থিত থাকতে পারছেন না। সূত্রের খবর, আর তাঁর অবর্তমানে এই পরিস্থিতিতে লোকসভায় দলের ভূমিকা নিয়ে যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভার সাংসদের তিনি জানান, “রাজ্যসভার কাজ ঠিক হলেও লোকসভায় সেটা হচ্ছে না।” আর সেই কারণেই তিনি যে অভিষেককে দায়িত্ব দিচ্ছেন লোকসভার দলনেতা হিসেবে, তা এদিন স্পষ্ট করে দেন এই বৈঠকে। তবে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চিপ হুইপ ঘোষণা করলেও এই পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। যদিও কারণ এখনও স্পষ্ট নয়।







