মাসের শুরুতেই মিলল সুখবর। দাম কমল রান্নার গ্যাসের। প্রতি মাসেরই শুরুতে বিশ্ব বাজারে পেট্রোলিয়ামজাত পণ্যের দামের পর্যালোচনা করে অয়েল মার্কেটিং সংস্থাগুলি এবং সেই অনুযায়ী এলপিজি সিলিন্ডারের দাম কমায় বা বাড়ায়। গত জুলাই মাসের পর এবার অগস্ট মাসেও রান্নার গ্যাসের দাম কমানো হল। অয়েল মার্কেটিং সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৩টাকা ৫০ পয়সা কমানো হচ্ছে। তবে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামের কোনও পরিবর্তন হচ্ছে না। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার সাধারণত হোটেল, রেস্তোরাঁগুলোতেই ব্যবহার হয়। গৃহস্থ বাড়িতে ব্যবহার হয় ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার। তাই গ্যাসের এই দাম কমার প্রভাব পড়বে না সাধারণ মানুষের সংসার খরচে। তাদের গ্যাসের জন্য আগেই দামই গুনতে হবে।
এর আগে, ১ জুলাইও বাণিজ্যিক এলপিজির দাম সিলিন্ডার পিছু ৫৮.৫০ টাকা কমানো হয়েছিল। তার আগে জুন মাসে ২৪ টাকা, এপ্রিলে ৪১ টাকা এবং ফেব্রুয়ারিতে ১৯ কেজি সিলিন্ডারের দাম কমেছিল ৭ টাকা। পয়লা আগস্ট আবার দাম কমায় শুক্রবার থেকে কলকাতায় ১৯ কেজির সিলিন্ডারের নতুন দাম হল ১৭৩৬ টাকা, যা আগে ছিল ১৭৬৯ টাকা।







