শুধু রাস্তায় নয়, এবার সরাসরি ‘মা’য়ের মত তাদের পাশে থাকার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বাংলার বাইরে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর লাগাতার নিপীড়নের প্রতিবাদে রাস্তায় নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই পরিযায়ী শ্রমিকদের বড়সড় কর্মসূচি ইতিমধ্যেই ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হয়েছে ‘ভাষা আন্দোলন’। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্যোক্তাদের প্রতি আর্জি জানালেন, ”ওঁদেরও (পরিযায়ী শ্রমিক) পুজোয় নতুন জামাকাপড় দেবেন।”
ইতিমধ্যেই ফিরে আসা পরিযায়ী শ্রমিক পরিবারগুলির দায়িত্ব নেওয়ার আশ্বাসও দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন, তাঁদের জন্য জব কার্ড দেওয়া হবে। কর্মশ্রী প্রকল্পের কাজ, স্বাস্থ্যসাথী কার্ড– সবই দেওয়া হবে।
এবার সেই পরিবারগুলোকে দুর্গা পুজোয় শামিল করে নেওয়ার ভাবনা ভেবেছেন মুখ্যমন্ত্রী। তাঁরা যাতে বাকিদের মতো নতুন জামাকাপড়েও সেজে উঠতে পারেন, সেদিকে নজর রেখে পুজো উদ্যোক্তাদের প্রতি মুখ্যমন্ত্রীর বার্তা, ”ওঁদেরও পারলে পুজোয় নতুন জামাকাপড় দিন।” এভাবেই যে কোনও পরিস্থিতিতে সদাসর্বদা বঙ্গবাসীর পাশে অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হন বাংলার ‘দিদি’।







