আবারও মেট্রো বিভ্রাট। নাকাল নিত্যযাত্রীরা। এমনিতেই কবি সুভাষ প্লাটফর্মের পিলার ও দেয়ালে ফাটল ধরা পড়ায় বন্ধ করে দেওয়া হয়েছে স্টেশন। তারই মধ্যে বৃহস্পতিবার সকালে মেট্রোয় আগুনের ফুলকি দেখায় সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয় পরিষেবা। সকাল আটটা নাগাদ সেন্ট্রাল স্টেশন থেকে দমদমগামী একটি ট্রেনের নীচ থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। সাথে সাথে খালি করে দেওয়া হয় কামরা। পরে সেটিকে কারশেডে পাঠানো হয়। এর জন্য প্রায় ২০ মিনিট বন্ধ ছিল মেট্রো পরিষেবা। সকাল বেলায় এ ধরনের ঘটনা ঘটায় স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ অফিসযাত্রীরা। এই ঘটনায় যাত্রী সুরক্ষা নিয়েই প্রশ্ন তুলেছেন তারা। এভাবে দিন দিন মেট্রো পরিষেবার যে ক্রমাগত অবনতি ঘটছে এবং মেট্রো কর্তৃপক্ষ তার পরেও কোনও কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ করছেন অনেক যাত্রী। যদিও এ বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি।







