বনগাঁ মহাকুমার জলমগ্ন এলাকার ত্রাণ শিবির পরিদর্শন করল অশোকনগরের বিধায়ক, তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী ও ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। জেলা স্বাস্থ্য আধিকারিককে ফোন করে ত্রাণ শিবিরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেন নারায়ণ গোস্বামী। উত্তর ২৪ পরগনার বনগাঁ মহাকুমার জলমগ্ন এলাকা পরিদর্শন করবার জন্য উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী ও পার্থ ভৌমিককে নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে পার্থ ভৌমিক আকাইপুর গ্রাম পঞ্চায়েতের কামদেবপুরের জলমগ্ন এলাকায় যে ৭৩ টি পরিবার গরিবপুর স্কুলে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে তাদের সঙ্গে কথা বলেন। তাদের সমস্যার কথা জানতে চান। এবং তাদের হাতে ত্রাণ সামগ্রীও তুলে দেওয়া হয়। পরবর্তীতে বনগাঁ ঘাটবাওর গ্রাম পঞ্চায়েতের পাইকপাড়া এমএসকে স্কুলের ত্রাণ শিবিরে ওঠা মানুষদের সঙ্গে কথা বলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী ও পার্থ ভৌমিক। ত্রাণ শিবিরে থাকায় তারা কোনো সমস্যার মুখোমুখি হচ্ছে কিনা, সঠিকভাবে খাবার দেওয়া হচ্ছে কিনা—সেই বিষয়েও খোঁজখবর নেন এই দুই বিধায়ক। বনগাঁর এসডিও ও বিডিও-কে ত্রাণ শিবিরে থাকা মানুষের যাতে কোনো রকম সমস্যা না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন তাঁরা।
বনগাঁ পাইকপাড়া ত্রাণ শিবিরে মানুষের সঙ্গে কথা বলে প্রতিনিয়ত রুটিন মাফিক তাদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা গ্রহণের জন্য উত্তর ২৪ পরগনার জেলা স্বাস্থ্য আধিকারিককে ওখান থেকেই ফোনে নির্দেশ দেন নারায়ণ গোস্বামী। পরিদর্শন প্রসঙ্গে পার্থ ভৌমিক জানিয়েছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বনগাঁর জলমগ্ন এলাকার সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বললাম। তাদের সঠিকভাবে খাবার দেওয়া হচ্ছে কিনা, ত্রাণ শিবিরে কোনও সমস্যা আছে কিনা—সে বিষয়ে আমরা কথা বললাম। ত্রাণ শিবিরগুলিতে ভালো ব্যবস্থাপনা করা হয়েছে।”
পরিদর্শন প্রসঙ্গে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী জানিয়েছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আজ ত্রাণ শিবিরগুলো পরিদর্শনে এসেছিলাম। বনগাঁ মহকুমায় এখনো পর্যন্ত ১০টি ত্রাণ শিবির করা হয়েছে। ত্রাণ শিবিরগুলিতে ৩০০ সাধারণ মানুষ আশ্রয় নিয়েছে। ত্রাণ শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য জেলা স্বাস্থ্য আধিকারিককে নির্দেশ দিয়েছি। ত্রাণ শিবিরে ভালো রান্নাবান্না হচ্ছে। আর কোনও সমস্যা আছে কিনা সে বিষয়ে সমাধান করবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।”







