শুধু মুখে নয়, এবার সরাসরি রবি ঠাকুরের মাটি থেকেই ভাষা রক্ষার ‘লড়াই’ শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপিকে। ভিনরাজ্যে বাঙালি হেনস্তার প্রতিবাদে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাই ঘোষণা করেছিলেন যে বোলপুর থেকেই এই লড়াইয়ের অস্ত্রে শান দেবেন তিনি। সেই মতো সোমবার দুপুর ২টো নাগাদ বোলপুর টুরিস্ট লজ থেকে শুরু হল মিছিল। সামনের সারিতে মমতা বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, অসিত মাল, ফিরহাদ হাকিমরা। পিছনে হাজার হাজার বাংলাভাষা রক্ষার সৈনিকরা। কারও হাতে রবি ঠাকুরের ছবি, বাংলা বর্ণমালা আর সামনে বাজছে “আমি বাংলায় গান গাই।” এগিয়ে চলেছে মিছিল। প্রায় দীর্ঘ ৪ কিলোমিটার মিছিল শেষে জামবনী বাসস্ট্যান্ডে সভা করে মোদীর নাম করে তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “নেতাজি-শহিদ স্বরাজদীপকে ভুলে গেলেন? ইতিহাস ভুলবেন না। বাংলার গুরুত্ব ভুলবেন না।
রেশন, আধার, প্যান কার্ড থাকা সত্ত্বেও অত্যাচার করা হচ্ছে। পুশব্যাক করা হচ্ছে। মনে রাখবেন, এটা বাংলা। এরা দেশ স্বাধীন করতে পারে, বাল্যবিবাহ রোধ করতে পারে। সতীদাহ প্রথা করতে পারে।” মমতা মনে করিয়ে দিয়ে বলেন, “আমি কোনও ভাষার বিরোধী নই। আমরা একতা চাই। এই পরিস্থিতি থেকে মুক্ত হওয়ার মূল অস্ত্র একতা।” হুঙ্কার ছেড়ে মমতা বললেন, “জীবন দিয়ে দেব, কিন্তু ভাষা কাড়তে দেব না।” চ্যালেঞ্জ ছুঁড়ে মমতা বলেন, “বাংলার কারো নাম বাদ দিয়ে দেখুন, ছৌ নাচ দেখবেন।” এরপরই ভিনরাজ্যে কর্মরত বাঙালিদের ঘরে ফেরার পরামর্শ দেন মমতা।







