বিজেপি শাসিত ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে গ্রেফতার এবং তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতনের বিরুদ্ধে একাধিকবার বিজেপির বিজেপির সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালি অস্মিতায় শান দিতে কলকাতার রাজপথেও নেমেছেন তিনি। এমনকী ২১শের মঞ্চ থেকেও এই ইস্যুতে কেন্দ্রকে কেন্দ্রকে নিশানা করে তাঁর দলের নেতাকর্মীদের জেলায় জেলায় প্রতিরোধ গড়ে তোলার বার্তাও দিয়েছেন তৃণমূল নেত্রী। আসলে বাঙালি সেন্টিমেন্টকে যে ২০২৬শের বিধানসভায় পাখির চোখ করে এই ইস্যুকে একেবারে তৃণমূল স্তরের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়, তা একপ্রকার স্পষ্ট।
এবার প্রমাণ স্বরূপ রীতিমত ঘটনার ভিডিও নিজের সোস্যাল সাইটে পোস্ট করে, বিজেপির বিরুদ্ধে আরও একবার সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্ত্রী ও শিশুপুত্র সহ পশ্চিমবঙ্গের এক পরিযায়ী শ্রমিক কাজের সূত্রে দিল্লিতে গিয়েছিল। সেখানে তার স্ত্রী এবং শিশুপুত্রকে মারধর করা হয় বলে অভিযোগ। সেই নির্যাতনের ভিডিও রবিবার নিজের সোস্যাল সাইটে পোস্ট করেন মুখ্যমন্ত্রী। যে ভিডিওতে ওই শিশুপুত্রের শরীরে একাধিক ক্ষতচিহ্ন দেখানো হয়েছে। ভিডিওটিতে ওই ব্যক্তিকে বলতেও শোনা গেছে, “দেখো আমার ছেলেকে মেরে কী করেছে। পুলিশ মেরে কপাল ফাটিয়ে দিয়েছে।” এমনকী তার স্ত্রীও পুলিশি নির্যাতনের শিকার হন। সূত্রের খবর, ওই ব্যক্তি মালদার চাঁচলের বাসিন্দা। (যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি প্যারালাল নিউজ)। এই ভিডিও শেয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে রীতিমত তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। আরও একবার বিজেপির বিরুদ্ধে ভাষা সন্ত্রাসের অভিযোগে সরব হয়ে তৃণমূল নেত্রী লেখেন, “ভয়ঙ্কর সন্ত্রাস। দেখুন, কীভাবে মালদার চাঁচলের এক পরিযায়ী পরিবারের শিশু ও মা-কে দিল্লি পুলিশ মেরেছে! বাঙালিদের বিরুদ্ধে বিজেপির ভাষা সন্ত্রাসে একটি শিশুও ছাড় পাচ্ছে না! দেশকে কোথায় নিয়ে যাচ্ছে এরা?”
গত কয়েকদিন আগে ভিন রাজ্যে অত্যাচারিত বাঙালি পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে হেল্পলাইন নম্বর চালু করা হয়। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক সভা এবং সোস্যাল মিডিয়া—এই জোড়া ফলায় এই ইস্যুতে বিজেপিকে বারবার নিশানা করে তৃণমূল নেত্রী যেন বুঝিয়ে দিচ্ছেন রাজনীতির পরিসরে এক ইঞ্চি জায়গাও তিনি ছাড়তে রাজি নন। আর তাই বাঙালি সেন্টিমেন্টকে ভোটের ময়দানে কাজে লাগাতে আগামীকাল, অর্থাৎ সোমবার বোলপুর যাচ্ছেন তৃণমূল নেত্রী। সেখানে দুপুর ২টোয় ভাষা আন্দোলনের মিছিলে পা-মেলাবেন তিনি। পাশাপাশি ওই দিন প্রশাসনিক বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে বাংলা এবং বাঙালিকে হাতিয়ার করে যে আগামী কয়েক মাসে আরও সরগরম হবে বঙ্গ রাজনীতি, তা বলাই যায়।







