ট্রেনে করে কচ্ছপ পাচার রুখতে বড়সড় সাফল্য পেল মালদা জিআরপি। ফরাক্কা এক্সপ্রেসে অভিযান চালিয়ে উদ্ধার হল ২৬৮টি কচ্ছপ। যদিও এই ঘটনায় জিআরপি কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি। তবে বুধবার সাতসকালে এত বিপুল সংখ্যক কচ্ছপ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় মালদা টাউন স্টেশনে। ঘটনা প্রসঙ্গে মালদা টাউন স্টেশনের জিআরপির আইসি প্রশান্ত রায় জানান, তারা গোপন সূত্রে খবর পান দিল্লি থেকে আগত ফরাক্কা এক্সপ্রেসে করে কচ্ছপ পাচার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে ট্রেনটি বুধবার সকাল ৯টা বেজে ৫০ মিনিটে মালদা টাউন স্টেশনে ঢোকামাত্রই তারা ট্রেনে তল্লাশি অভিযান শুরু করেন। ওই সময় ট্রেনের এক জেনারেল কামরা থেকে কচ্ছপ বোঝাই পাঁচ-পাঁচটি বস্তা উদ্ধার করেন। সেই বস্তাগুলি থেকে উদ্ধার হয় ২৬৮টি কচ্ছপ। প্রাথমিক তদন্তে তাঁর অনুমান, কচ্ছপগুলি উত্তরপ্রদেশ থেকে বালুরঘাটে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল।মালদা টাউন স্টেশনে ফরাক্কা এক্সপ্রেস থেকে ২৬৮টি কচ্ছপ উদ্ধারের পরপরই জিআরপির পক্ষ থেকে খবর দেওয়া হয় মালদা বনদপ্তরে। সেই খবর পেয়ে স্টেশনে ছুটে আসেন মালদা ডিভিশনের ফরেস্ট বিট অফিসার প্রদীপ গোস্বামী। ওই সময় জিআরপির পক্ষ থেকে উদ্ধার ২৬৮টি কচ্ছপ বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়। যার মধ্যে ৮৯টি কচ্ছপ মৃত বলে জানায় বনদপ্তর। বাকি কচ্ছপগুলিকে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।







