সামাজ মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে কটূক্তি করায় কৃষি কর্মাধ্যক্ষ ও অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেসের এক কর্মী। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ওই অঞ্চল সভাপতি। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের রনঘাট গ্রাম পঞ্চায়েতের এলাকার। রনঘাট অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস নেতা সম্রাট মণ্ডলের গত রবিবার রাতে সোস্যাল সাইটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটুক্তি করে একটি কমেন্ট করেন বাগদার আঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বাগদা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ গৌতম মণ্ডল। এই বিষয়টি নজরে আসতেই রনঘাট অঞ্চল সভাপতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কর্মী ডহরপোতা গ্রামের বাসিন্দা শুভেন্দু বিশ্বাস মঙ্গলবার রাতে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
তার অভিযোগ, তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের অঞ্চল সভাপতি গৌতম মন্ডল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে যে কুরুচিকর মন্তব্য করেছে তাতে আমাদের ভাবাবেগে আঘাত লেগেছে। আমি ইতিমধ্যেই বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি । আগামী ২৪ ঘণ্টার মধ্যে অঞ্চল সভাপতিকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, না হলে প্রশাসনিক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
যদিও অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি গৌতম মণ্ডল জানিয়েছেন, “আমি ১৪ বছরের অঞ্চল সভাপতি। এই ধরনের পোস্ট করব এটা অভাবনীয় এবং অকল্পনীয়। আমার মোবাইল বিভিন্ন লোক ব্যবহার করে। আমার মোবাইল ব্যবহার করে যদি কেউ বা কারা এই ধরনের মন্তব্য করে থাকে তাহলে আমি দুঃখিত, ক্ষমাপ্রার্থী। পরিকল্পিতভাবে আমাকে অপরাধী সাজানোর জন্য আমার মোবাইল থেকে এসব পোস্ট করা হয়েছে।”







