তবে কি বাংলা ভাষা বাঁচাতে নতুন করে ভাষা আন্দোলন? ২১শের মঞ্চ থেকে সেই ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বাইরে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলায় কথা বললেই জুটছে ‘বাংলাদেশি’ তকমা। বাংলা ভাষাকে বাঁচাতে এবার নতুন করে ঠিক সেই আন্দোলনেরই ডাক দিলেন বাংলার মু্খ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বাংলা ভাষার উপর চলছে বিশাল সন্ত্রাস। কে কোন ভাষায় কথা বলবে, কে কী খাবে, তা নিয়েও বলে দেবে ওরা! জেনে রাখবেন, এখানে সবার অধিকার রক্ষিত হবে।” প্রয়োজনে নতুন করে ভাষা আন্দোলনের কথাও বললেন তৃণমূল সুপ্রিমো। শুধু বলেই ক্ষান্ত হলেন না। নিজের ভাষা রক্ষায় মঞ্চ থেকেই দলের জনপ্রতিনিধিদের নির্দিষ্ট কর্মসূচিও বেঁধে দিলেন। সব ভাষার মানুষকে নিয়ে শনি-রবিবার মিছিল-মিটিংয়ের কথা বললেন তিনি। মমতার কথায়, ”দলের সাংসদদের বলব, সমাজের বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে ভাষা-শহিদ উদ্যানে ধরনায় বসুন।” ভাষা যখন রাজনীতির অঙ্গ, সেখানে বিনা যুদ্ধে এক ইঞ্চি পিছু হটতে নারাজ রাজনীতিতে পোড় খাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়। সেকথা তিনি সোচ্চারেই উচ্চারণ করলেন। বললেন, ”একদম ছেড়ে দেবেন না। মনে রাখবেন, আমাদের রাজ্যে সকলে নিজের নিজের ভাষায় নিশ্চিন্তে থাকতে পারবেন। আমরা সব ভাষাকে সমানভাবে সম্মান করি।” কিন্তু বাংলা ভাষা আর বাঙালির সম্মান পুনরুদ্ধারের জন্য লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি গ্রহণ করলেন তিনি।







