ভারত-বাংলাদেশ সীমান্তে মুর্শিদাবাদের লালগোলা সীমান্তে মাদক পাচার চক্র, হেরোইন সহ গ্রেফতার তিন। ৮০০ গ্রাম হেরোইন সহ তিন জনকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে লালগোলা থানার পুলিশ। ধৃতদের নাম ইসমাইল হক, আবুল কালাম আজাদ এবং আয়নাল শেখ। তাদের তিনজনেরই বাড়ি লালগোলা থানার অন্তর্গত বিলবোরকোপরা গ্রাম পঞ্চায়েতের রামনগর গ্রামে। গতকাল রাতে গোপন সূত্রে পুলিশ জানতে পারে রামনগর গ্রামের একটি বাড়িতে হেরোইন প্যাকেটিংয়ের কাজ চলছে। সেই খবর পেয়ে পুলিশ ছুটে যায়। এবং সেখানে পৌঁছাতেই হিরোইন প্যাকেটিংয়ের কাজ করতে দেখে তাদেরকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে প্রায় ৮৩৭ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক কয়েক লক্ষ টাকা। দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে শুক্রবার তাদের আদালতে তোলা হবে। এর সঙ্গে আর কে বা কারা জড়িত তারও তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ।







