প্যারালাল নিউজ ডেস্ক: ১৬ জুলাই: উত্তর ২৪ পরগনা জেলার মাটিয়া থানা এলাকায় এক বাংলাদেশি যৌনকর্মীর নৃশংস হত্যার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে । পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ২৫ বছর বয়সী ওই নারীকে পাচারকারীরা অবৈধভাবে ভারতে নিয়ে এসে মাটিয়ার কাছে একটি রেড-লাইট জেলায় বিক্রি করে দেয়, যেখানে তিনি গত কয়েক বছর ধরে কাজ করছিলেন। তিনি ওই এলাকার সংলগ্ন একটি ভাড়া ঘরে একা থাকতেন। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে যখন স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন যে মহিলা বারবার ফোন করলেও সাড়া দিচ্ছেন না, তারা জানালা দিয়ে উঁকি মেরে তাকে বিছানায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন, তার মুখে রক্তের দাগ দেখা যায়। তারা পুলিশকে খবর দেয়, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠায়। “মনে হচ্ছে তাকে তার ভাড়া ঘরের ভেতরে খুন করা হয়েছে। আমরা তদন্ত করছি যে এই হত্যাকাণ্ডের পেছনে কোনও ক্লায়েন্ট নাকি অন্য কেউ জড়িত,” পুলিশের বক্তব্য.
এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, এবং আততায়ীর পরিচয় এখনও অজানা। ভিকটিমের মৃতদেহ এখনও দাবি করা হয়নি, এবং পুলিশ জানিয়েছে যে তারা বাংলাদেশে তার পরিবারের সন্ধান করতে পারেনি। কর্তৃপক্ষ সন্দেহ করছে যে মহিলাকে একজন দালাল সীমান্ত পেরিয়ে পাচার করেছে, তবে বলেছে যে তার প্রবেশ এবং পরবর্তীতে রেড-লাইট এরিয়ায় অবস্থানের বিবরণ এখনও তদন্তাধীন। এই ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে, অনেকেই নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি এবং আন্তঃসীমান্ত পাচারকারী নেটওয়ার্কগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।







