কলকাতা, ১৪ জুলাই: ফের একবার বর্ষার প্রকোপে বাংলায় বাড়তে চলেছে বৃষ্টি। নিম্নচাপের জেরে এই বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। এই নিম্নচাপের নেপথ্যে কাজ করছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত। আর সেই ঘূর্ণাবর্তই শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়াবে, অন্তত তেমনই আভাস পাওয়া যাচ্ছে। স্বাভাবিক ভাবেই সোমবার থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় যে বৃষ্টির পরিমাণ বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না। সঙ্গে বইতে পারে ঝোড়ো দমকা হাওয়াও।
সোমবার দক্ষিণবঙ্গের পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও রয়েছে ভারী বর্ষার সম্ভাবনা। এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি ৯ জেলায় বিক্ষিপ্ত বর্ষণের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
শুধু সোমবারই নয়, আগামী মঙ্গলবারও দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি। মঙ্গলবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্তভাবে হলেও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়ে রেখেছে হাওয়া অফিস। মোটামুটিভাবে সারা সপ্তাহ জুড়েই কম-বেশি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা। তাই আগামী ৫ দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। সোমবার উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বর্ষার পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। সপ্তাহের দ্বিতীয় দিন, অর্থাৎ মঙ্গলবারও ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে।







