রাজ্যকে কোনও কিছু না জানিয়ে আবারও জল ছাড়ার অভিযোগ উঠল দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) বিরুদ্ধে। শুক্রবার পাঞ্চেত জলাধার থেকে এক ধাক্কায় ৫৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে রাজ্যের তরফে অভিযোগ করা হয়েছে। যার জেরে ফের নবান্ন-ডিভিসি সংঘাত চরমে পৌঁছেছে। জল ছাড়ার আগে নাকি রাজ্যকে কোনওরকম সতর্কবার্তাই দেওয়া হয়নি বলেই ক্ষোভ উগরে দিয়েছে রাজ্য সরকার।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেচ দফতরের তরফে নাকি মেল মারফত কড়া আপত্তি জানানো হয়েছে ডিভিসিকে। মেলে উল্লেখ করা হয়েছে, এই জল ছাড়ার ফলে হাওড়া ও হুগলি সহ একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এমনিতেই কিছুদিন ধরে লাগাতার বৃষ্টিতে এই সমস্ত এলাকা প্লাবিত হয়েছিল। এখনও সেই ক্ষয়ক্ষতি সামলে উঠতে পারেনি প্রশাসন। তারই মধ্যে ফের জল ছাড়ায় নতুন করে বিপদের সম্মুখীন হতে পারে এইসব অঞ্চল, এমনটাই আশঙ্কা নবান্নের।
রাজ্যের তরফ থেকে নাকি ডিভিসি-কে জানানো হয়েছে, যখন পাঞ্চেত জলাধারের জলস্তর ৪১১ ফুটের আশেপাশে রয়েছে (যা বিপদসীমার নিচে) তখন কেন এতটা জল ছাড়া হল? কেন কোনওরকম যোগাযোগ না করে এই সিদ্ধান্ত নেওয়া হল? ভবিষ্যতে যেন এমন সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্যের সঙ্গে আলোচনা করা হয়। সেই দাবিও জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তবে এটা নতুন নয়, এর আগেও একাধিক বার এই অভিযোগ করা হয়েছে রাজ্যের তরফে। এদিনই ডিভিসির জল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার নদীবাঁধ মেরামতির অগ্রগতি খতিয়ে দেখতে এলাকায় যান সেচমন্ত্রী মানস ভুঁইয়া। তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কেউ যাতে ত্রাণ থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করা হবে। এমনকী বিপর্যয় মোকাবিলায় যে রাজ্য সরকার সমস্ত রকম ভাবে প্রস্তুত, তাও স্পষ্ট করে দেন মানস বাবু।







