মুর্শিদাবাদ, ১৩ জুলাই: আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। এবার মুর্শিদাবাদের সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সাগরদিঘি ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নুরে মেহেবুব আলম।
সাগরদিঘির দিয়ার বালাগাছি এলাকায় ২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চ থেকে রবিবার বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূলের ব্লক সভাপতি। তিনি স্পষ্ট ভাবেই জানান— “যারা আসল তৃণমূল, যারা বুথ সভাপতি, যারা তৃণমূলের জন্য পরিশ্রম করছে, তাদেরকে বিধায়ক বিভিন্নভাবে প্রত্যাখান করার চেষ্টা করছে।
সাগরদিঘিতে দ্বিতীয় ভাঙড় করার চেষ্টা করছে বিধায়ক বাইরন বিশ্বাস।
বিধায়কের বিরুদ্ধে তার আরও অভিযোগ, “নিজের ব্যবসা বাঁচানোর জন্য বাইরন বিশ্বাস তৃণমূলে এসেছেন। তিনি এদিন কার্যত হুঁশিয়ারি দিয়ে ঘোষণা করেন, সাগরদিঘিতে এক আপনি সংগঠন করবেন কিংবা আমি সংগঠন করব।
শান্তিপ্রিয় সাগরদিঘিতে যাতে মানুষে মানুষে বিভেদ হয় তার চেষ্টা করছে বিধায়ক। আমাদের কোনো ভাইয়ের কোল খালি হলে তার জন্য দায়ী থাকবেন আপনি।”
যদিও এই বিষয় নিয়ে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের এখনো কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।







