চোট কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ দিয়েই ফের মাঠে ফিরছেন শুভমন গিল(Shubman Gill)। এখন তিনি সম্পূর্ণ সুস্থ। প্রথম টি টোয়েন্টি থেকেই ফের ভারতীয় দলের জার্সিতে দেখা যেতে চলেছে এই তারকা ক্রিকেটারকে। বেশ কয়েকদিন ধরেই রিহ্যাব সারছিলেন বিসিসিআইয়ের(BCCI) সেন্টার অব এক্সিলেন্সে(COE)। চিকিৎসকদের মতে এখন শুভমন গিল সম্পূর্ণ সুস্থ। মাঠে নামতে তাঁর আর অন্তত কোনওররম সমস্যা নেই বলেই জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা।
ইতিমধ্যেই কটকে ভারতীয় দলের সঙ্গে যোগও দিয়ে দিয়েছেন শুভমন গিল(Shubman Gill)। সোমবার দলের সঙ্গে প্রস্তুতিও সারতে নেমে পড়েছিলেন তিনি। গিলের(Shubman Gill) ভারতীয় দলে ফেরাটা যে সূর্যকুমার যাদবদের(Suryakumar Yadav) আক্মবিশ্বাস অনেকটাই বাড়াবে তা বলার অপেক্ষা রাখো না। এবার প্রোটিয়া বোলারদের বিরুদ্ধে ব্যাট হাতে ফের বড় রানের ঝলক তিন দেখাতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে সকলে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই ঘাঁরে চোট পেয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল(Shubman Gill)। এমনকি একটা দিন তাঁকে হাসপাতালেও কাটাতে হয়েছিল। এরপর থেকেই আর মাঠে নামতে পারেননি ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। গুয়াহাটিতে সেই সময় গেলেও শেষপর্যন্ত ভারতীয় দলের হয়ে আর মাঠে নামতে পারেননি। মুম্বইতেই সেই সময় ফিরে গিয়েছিলেন তিনি।
এরপরই চন্ডীগড় হয়ে শেষপর্যন্ত বিসিসিআইয়ের(BCCI) সেন্টার অব এক্সিলেন্সে যোগ দিয়েছিলেন শুভমন(Shubman Gill)। সেখানেই চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে ছিলেন এই তারকা ক্রিকেটার। সেখানেই শুরু হয়েছিল ভারত অধিনায়কের রিহ্যাব সেশন। আপাতত তিনি সম্পূর্ণ সুস্থ।
শোনাযাচ্ছে চিকিৎসকরা নাকি জানিয়েছেন যে শুভমন গিলের ঘাঁরের কোনও সমস্যাই নাকি এখন আর নেই। শুধুমাত্র তাই নয় মাঠে নামতেও এই তারকা ক্রিকেটারের কোনওরকম সমস্যা নেই বলেও জানিয়ে দিয়েছিলেন তারা। এরপরই আর সময় নষ্ট করতে চাননি শুভমন গিল। টি টোয়েন্টি সিরিজের আগে ভারচতীয় দলে যোগ দিয়েছেন তিনি। গত রবিবার রাতেই ভারতীয় দলের সঙ্গে কটকেও পৌঁছে গিয়েছেন শুভমন গিল।






