১ কোটি ৩৫ লক্ষ টাকায় মাত্র দু মাস আগে বানানো নদীবাঁধ ভেঙে বন্যার আশঙ্কা মালদার মানিকচকে

জলের স্রোতে ভেঙে গেল মাত্র দুমাস আগে তৈরি করা বাঁধ। মাস দুয়েক আগে ১ কোটি ৩৫ লক্ষ টাকা বরাদ্দে তৈরি হয়েছিল এই বাঁধ। সেই বাঁধ ভেঙে গেল ফুলহরের প্রবল জলের তোড়ে। বাঁধ ভেঙে হু হু করে সংরক্ষিত এলাকায় জল ঢোকার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল মালদার মানিকচক ব্লকের ভূতনীর দক্ষিণ চন্ডীপুর এলাকায়। এর ফলে আতঙ্কে প্রায় দেড় লক্ষেরও বেশি মানুষ। টানা বৃষ্টির জেরে ফুলহর নদীর জলস্তর বাড়ছিল। তবে বুধবার জলের চাপ সহ্য করতে না পেরে ভেঙে যায় নদীবাঁধ। ফলে আবারও বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিল ভূতনী এলাকায়। গত বছরের মতো এবারও বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা। সেচ দফতর থেকে প্রশাসন জনপ্রতিনিধি সকলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন গ্রামবাসীরা। বৃষ্টির মধ্যেই পুলিশ-প্রশাসন ও সেচ দফতরের আধিকারিকদের সামনে দেখানো হয় বিক্ষোভ। তাদের অভিযোগ, মাত্র তিন মাস আগে তৈরি হওয়া নদীবাঁধ কীভাবে ভেঙে যেতে পারে। বাঁধের জন্য বরাদ্দ টাকার বেশিরভাগটাই নয়ছয়ের অভিযোগ তুলেছেন তারা। উল্লেখ্য, গত বছর ভূতনীর দক্ষিণ চন্ডীপুরে বাঁধ কেটে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়। দু’দফার বন্যায় প্রায় মাস দুয়েক গোটা ভূতনী এলাকা প্লাবিত হয়ে থাকে। এরপর শুখা মরশুমে মালদা জেলা সেচ দফতরের পক্ষ থেকে ভূতনীর দক্ষিণ চন্ডীপুরের কাটাবাঁধের জায়গায় ১ কোটি ৩৫ লক্ষ টাকা বরাদ্দে নতুন করে বাঁধ নির্মাণ করা হয়। কিন্তু দিন কয়েক আগেই সেই বাঁধ চুঁইয়ে বাঁধের নিচ দিয়ে একটু একটু করে ভূতনীর সংরক্ষিত এলাকার দিকে ফুলহরের জল ঢোকার দৃশ্য নজরে আসে গ্রামবাসীদের। যদিও সেচ দপ্তরের পক্ষ থেকে বালির বস্তা ফেলে সেই জল আটকানোর চেষ্টা করা হয়। কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি। ফুলহরের প্রবল জলের স্রোতে ভূতনীর দক্ষিণ চন্ডীপুরের নব নির্মিত বাঁধ ভেঙে গেল। ফলে ফুলহরের জল প্রবল গতিতে হু হু করে ভূতনীর সংরক্ষিত এলাকার দিকে ঢুকতে শুরু করেছে। এই জল দক্ষিণ চন্ডীপুরের বিভিন্ন নিচু এলাকা হয়ে আগামীতে ভূতনীর উত্তর চন্ডীপুর এবং হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকা ভাসিয়ে দেওয়ার আশঙ্কা করছে গ্রামবাসীরা। স্বভাবতই এবছর ফের নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হল ভূতনীতে।