হেরোইন পাচারে গ্রেপ্তার দুই মহিলা সহ মোট তিন

আবারও লালগোলায় নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার। এবার লালগোলার লিচুতলা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিস ৩২৫ গ্রাম হেরোইন সহ তিনজনকে গ্রেপ্তার করে। ধৃতরা হল নীরা বিবি, মর্জিনা বিবি ও সাহিদ আনোয়ার। তাদের সবার বাড়ি লালগোলা থানা এলাকায়। জানা যায়, শুক্রবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ লালগোলার লিচুতলা এলাকায় তারিক আজিজের বাড়তে অভিযান চালায়। এরপর সেই বাড়ি থেকে ৩২৫ গ্রাম হেরোইন উদ্ধার করে। যার বাজার মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা। সাহিদ আনোয়ার নামে এক হেরোইন কারবারি এই হেরোইন নিতে তারিক আজিজের বাড়িতে এসেছিল। আর তখনই পুলিশ অভিযান চালিয়ে তাকে হেরোইন সহ গ্রেপ্তার করে। এর পাশাপাশি বাড়ির বাসিন্দা নীরা বিবি ও তার জা মর্জিনা খাতুনকেও গ্রেপ্তার করা হয়। তবে নীরা বিবির স্বামী তারিক আজিজ পলাতক।ধৃতদের শুক্রবার ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুরের এনডিপিএস আদালতে পাঠানো হবে। এই হেরোইন কারবারের সঙ্গে আর কে কে জড়িত; সেই বিষয়ে তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ।