প্যারালাল ডেস্ক :- বাংলার সনাতনীদের ঐক্যবদ্ধ করে এবার বুথে বুথে ধর্ম রক্ষার ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার হাওড়ায় বিজেপির গ্রামীণ জেলা কমিটির দফতরে বসে রীতিমত হুঙ্কার দেন তিনি। রাজ্যে সাম্প্রতিক একের পর পর ঘটনায় সনাতনীরা আক্রান্ত বলে দাবি করেন তিনি। পাশাপাশি রীতিমত পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু অধিকারী বলেন, ” এখন ধর্ম রক্ষা করতে হবে। তাই শুধু বিজেপি নয় এবার বুথে বুথে ধর্মরক্ষা কমিটি তৈরী করতে হবে। শুধু বিজেপির বুথ কমিটি করলে হবে না। মনে রাখবেন হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি আবেদন করতে পারি। যারা প্রকৃত সনাতনী তাদের এগিয়ে রাখতে হবে।’
মোথাবাড়ি, মহেশতলা, সামসেরগঞ্জ থেকে শুরু করে হাওড়ার বাউরিয়া, উলুবেড়িয়া সহ একাধিক জায়গায় হিন্দুরা আক্রান্ত এই অভিযোগ বারে বারে তুলছে বিজেপি সহ একাধিক হিন্দুত্ববাদী সংগঠন।
রাজ্যে পরিকল্পিত ভাবে সনাতনীদের উপর আক্রমন হচ্ছে বলে একাধিক তথ্য তুলে ধরে এই ধরনের পিছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে বলে শুক্রবার হাওড়া’র সংবাদিক সম্মেলন থেকে ফের দাবী তুললেন তিনি। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়কে ” খালা ” বলেও ব্যক্তিগত আক্রমন থেকে পিছপা হলেন না বিরোধী দলনেতা। মমতার হাতে বাংলায় হিন্দু ধর্ম সুরক্ষিত নয় বলে দাবি তুলে শুভেন্দু অধিকারী বলেন,” এই রাজ্যে হিন্দুদের ক্ষতিগ্রস্থ করতে বিপন্ন করতে হিন্দু শুন্য করতে যে প্রয়াস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে মুসলীম লীগ-২ সরকার নিয়েছে তা বরদাস্ত করবো না। আমরা আমরা মোথাবাড়িতে পাশে দাঁড়িয়েছি, সামশের গন্ধে পাশে দাঁড়িয়েছি মহেশতলার রবীন্দ্রনগরের পাশে দাঁড়িয়েছি এবার বাউরিয়া তে ও পাশে দাঁড়াবো। এই বাংলায় যতদিন মমতা খালার সরকার থাকবে ততদিন এই রাজ্যে হিন্দুরা সুরক্ষিত থাকবে না।”







