ভারতীয় ক্রিকেটের ওয়ান্ডার কিড বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। একের পর এক রেকর্ড গড়েই চলেছেন তিনি। এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে(Syed Mustaq Ali Trophy) কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে সেঞ্চুরি করার রেকর্ড গড়়লেন তিনি। সেইসঙ্গেই ভারতীয় ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টি ফর্ম্যাটে সর্বোচ্চ সেঞ্চুরি করার রেকর্ডটাও গড়ে ফেললেন এই কিশোর ক্রিকেটার। মুস্তাক আলিতে ৫৮ বলে সেঞ্চুরি করেছে বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)।
আইপিএল(IPL) দিয়েই আত্মপ্রকাশ করেছিল বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। সেখানেই প্রথম ঝোড়ো সেঞ্চুরি করে নজর কেড়েছিলেন তিনি। এরপর অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপেও ছিলেন দুর্ধর্ষ ফর্মে। এরপরই সরাসরি সিনিয়র লেবেন ক্রিকেট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ফের সেঞ্চুরি ইনিংস। এরপর থেকেই ফের আলোচনায় চলে এসেছেন বৈভব সূর্যবংশী। অজিত আগরকরের নজর কী এই তরুণ তারকার ওপর পড়েছে। এই নিয়েই এখন চলছে জোর জল্পনা।
ইতিমধ্যেই যে ভারতীয় সিনিয়র ক্রিকেটে সুযোগ পাওয়ার দাবীদার হয়ে উঠেছেন বৈভব তা বলার অপেক্ষা রাখে না। যদিও মুস্তাক আলিতে বৈভবের সেঞ্চুরি খুব একটা তাঁর স্বভাবসিদ্ধ নয়। বরং সেঞ্চুরি করতে খানিকটা বেশি সময়ই নিয়েছেন বৈভব সূর্যবংশী। এবার বৈভব সূর্যবংশীকে ভারতীয় দলে নেওয়ার দাবীও তুলতে শুরু করেছেন অনেকে।
শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। সামনেই রয়েছে ২০২৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে কী সুযোগ পাবেন এই কিশোর ক্রিকেটার। শোনাযাচ্ছে সেই সম্ভাবনা নেই। কারণ তিনি এখনও ১৬ বছর পূর্ণ করতে পারেননি। সেটা না হলে ভারতের সিনিয়র দলে খেলতে পারবেন না। কিন্তু বৈভব সূর্যবংশীর এমন পারফরম্যান্স যে ক্রমশই তাঁকে ভারতীয় দলের জোরালো দাবীদার করে তুলছে তা বলার অপেক্ষা রাখে না।







