আবার প্রশ্নের মুখে চলন্ত ট্রেনে(Local Train) মহিলাদের নিরাপত্তা(Womens Security) নিয়ে। এবার একেবারে দিনে দুপুরে মহিলাদের উদ্দেশ্যে কু ইঙ্গিত এবং অশালীন আচরণ এক মধ্য বয়স্ক ব্যক্তির। ট্রেনেই প্রতিবাদ এবং মহিলাদের হাতে মারও খেলেন সেই মধ্য বয়স্ক ব্যক্তি। তাঁর বিরুদ্ধে অভিযোগ চলন্ত ট্রেনে মহিলাদের উদ্দেশ্যে হস্ত মৈথুন করছিলেন সেই ব্যক্তি। প্রথমে কিছু না বললেও, পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে গেলে ট্রেনেই মহিলারা প্রতিবাদ করেন।
ঘটনাটি ঘটেছে দত্তপুকুর লোকালে(Duttapukur Local)। সেখানেই মহিলাদের উদ্দেশ্যে খারাপ অঙ্গ ভঙ্গী করার পাশাপাশি হস্তমৈথুন করতে থাকেন সেই মধ্য বয়স্ক ব্যক্তি। এরপর মহিলারাই তাঁকে পাকরাও করে এবং ট্রেনেই তাঁর ওপর প্রহার করতে শুরু করেন। আর এই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে ট্রেনে(Local Train) মহিলাদের নিরাপত্তা নিয়ে।
এর থেকেও বড় কোনও ঘটনা ঘটে যেতেই পারত। সন্ধ্যে সাড়ে পাঁচটার দত্তপুকুর লোকাল(Duttapukur Local)। ট্রেন সবে ছাড়বে ছাড়বে করছে। মেয়েকে নিয়ে হৃদয়পুর নিবাসী এক মহিলা বসেছিলেন, তাঁর পাশে আরও মহিলারা বসেছিলেন। হৃদয়পুর গামী ওই মহিলা ও আরও কয়েকজন মহিলা অশ্লীল ঘটনার সাক্ষী হন। তাঁরা দেখেন ঠিক ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে হঠাৎ এক মধ্যবয়সী ব্যক্তি তার প্যান্টের চেন খুলে পুরুষাঙ্গ দেখাচ্ছেন তাঁদের লক্ষ্য করে।
মহিলারা নজর ঘোরালে ও তাঁরা দেখেন কুৎসিত অঙ্গভঙ্গি সহ উক্ত মধ্যবয়সী নিজের যৌনাঙ্গ প্রদর্শন করেও খারাপ ইঙ্গিত করতে থাকেন। বেশ কিছু সময় এই জিনিস দেখে মহিলারা ঐ ব্যক্তির দিকে তেড়ে যান। হস্তমৈথুনে ব্যস্ত লোকটি পালাবার বিশেষ সুযোগ পায়নি ও প্ল্যাটফর্মে তাকে পাকড়াও করে সেখানেই তার চড়াও হয়। এরপরে তাকে দত্তপুকুর স্টেশন সংলগ্ন রেল পুলিশদের অফিসের সামনে পোস্টে বেঁধে রাখা হয়। অতঃপর তাকে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মহিলারা সুরক্ষার দাবি তুলে অভিযুক্তের শাস্তির কথা বলছেন, পুলিশ জানিয়েছে ধৃতর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।







