শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গল থেকে এক অজ্ঞাতপরিচয় মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। বৃহষ্পতিবার সকালে খোয়াইয়ে প্রথম হাট সংলগ্ন জঙ্গলে মৃতদেহ দেখতে পান স্থানীয় কয়েকজন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গলায় একটি ওড়না জড়ানো অবস্থায় দেহটি পড়ে ছিল। মাথার কাছে রক্তাক্ত আঘাতের চিহ্ন। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত খুন বলে ধারণা করছে পুলিশ, তবে এখনই কিছু নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই বলছেন, এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি এই এলাকায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে।
এই ঘটনায় খোয়াই হাট সংলগ্ন এলাকায় টহল জোরদার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পুলিশের পরবর্তী পদক্ষেপ ও ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে সকলেই।







