৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে গত শুক্রবার। পরিচালক থেকে অভিনেতা-অভিনেত্রী, প্লেব্যাক সিংগার, মেকআপ আর্টিস্ট সব মিলিয়ে তালিকাটা বেশ দীর্ঘ। তবে সেই তালিকায় জায়গা পেয়েছে বাঙালি ছবি ‘ডিপ ফ্রিজ’। নতুন পরিচালক অর্জুন দত্তের এই ছবির গল্প মূলত বিচ্ছেদ পরবর্তী সময়ের দুই স্বামী-স্ত্রীর জীবনের নানান টানাপোড়েনের গল্প। যেখানে স্বর্ণাভর চরিত্রে অভিনয় করতে দেখা গেছে আবির চট্টোপাধ্যায়কে এবং মিলির চরিত্রে সাবলীল অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী।
বাংলা ছবি হিসাবে ‘ডিপ ফ্রিজ’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতায় স্বাভাবিক ভাবেই খুশি পরিচালক অর্জুন দত্ত। তাঁর প্রথম ছবির এই সাফল্য তিনি উৎসর্গ করেছেন তাঁর মাকে। এই ছবির শুটিং চলাকালীনই তাঁর অসুস্থ হয়ে পড়েন এবং এক সময়ও মারা যান। তাই তাঁর আজকের সাফল্য মায়ের কৃতিত্ব বলেই দাবি করেন পরিচালক। পাশাপাশি প্রথম ছবিই পুরস্কৃত হওয়ায় তাঁর দায়িত্ব যে আরও বহুগুণ বেড়ে গেল, সেকথাও স্বীকার করেছেন অর্জুন।
নিজের অভিনীত ছবি পুরস্কার পাওয়ায় খুশি অভিনেতা আবির চট্টোপাধ্যায়ও। নতুন পরিচালক হিসেবে অর্জুনের প্রথম ছবির এই সাফল্যে অভিনেতা হিসাবে তিনিও যে আপ্লুত সে কথাও জানান আবির। এই সাফল্য অর্জুনকে আগামীদিনে আরও ভালো কাজের উৎসাহ জোগাবে বলেই মনে করেন তিনি। আবিরের পাশাপাশি এই ছবির পুরস্কার প্রাপ্তিতে আনন্দিত অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীও। যদিও এর আগেও তনুশ্রী অভিনীত সৃজিত মুখার্জির ‘গুমনামী’ ছবিটিও জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল। সব মিলিয়ে বুদ্ধদেব দাশগুপ্ত, ঋতুপর্ণ ঘোষ, কৌশিক গাঙ্গুলির পরবর্তী প্রজন্মের কাজও যে জাতীয় স্তরের স্বীকৃত আদায় করতে পারছে, তা নিঃসন্দেহে বাংলা ইন্ড্রাট্রির ভবিষ্যতের জন্য অবশ্যই সুখবর।







