ঘরের মাঠে সাত ম্যাচের মধ্যে পাঁচ টেস্টে হার ভারতের(India)। এরপর থেকেই ভারতীয় ব্যাটারদের নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর সমালোচনা। বিশেষ করে ভারতীয় দলের তারকা ব্যাটারদের স্পিনারদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থতা নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। সেই পরিস্থিতিতেই এবার তারকা ক্রিকেটার কেএল রাহুলের(KL Rahul) মুখে তাদের স্পিনের সামনে ব্যর্থতা নিয়ে অকপট স্বীকারক্তি। শুধুমাত্র তাই নয় এবার প্রাক্তন তারকাদের থেকেও স্পিন খেলার ব্যপারে সাহায্য চাইছে ভারতীয় দলের তারকা ক্রিকেটার রাহুল(KL Rahul)।
নিউ জিল্যান্ডের(New Zealand) বিরুদ্ধে স্পিন আক্রমণের সামনেই শেষ হয়ে গিয়েছিল ভারত। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও সেই একই ছবির পূণরাবৃত্তি। ইডেন গার্ডেন্সে তো স্পিন সহায়ক পিচে প্রোটিয়াদের স্পিনের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছিল টিম ইন্ডিয়া(Team India)। এবার সেই স্পিনের মোকাবিলা করতেই প্রাক্তনদের থেকে পরামর্শ নেওয়ার কথা কেএল রাহুলের(KL Rahul) মুখে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের আগে কেএল রাহুলের(KL Rahul) স্পষ্ট বার্তা, “আমি এখনই হয়ত সম্পূর্ণ বিবরণ দিতে বলতে পারব না। তবে হ্যাঁ এটা ঠিক যে সাম্প্রতিক সিরিজ গুলোতে আমরা একেবারেই স্পিনারদের বিরুদ্ধে ভালো খেলতে পারিনি। হ্যাঁ আমি মেনে নিচ্ছি যে কেন সমস্যা হচ্ছে বা কোথায় সমস্যা হচ্ছে সেটা একেবারেই আমাদের ব্যাটারদের খুঁজে বের করাটা কাজ। আমরা গাভাসকর স্যারের সঙ্গে কথা বলেছিলাম। আবারও এই স্পিনের বিরুদ্ধে খেলার ব্যপারে আমরা তাঁর সঙ্গে কথা বলতে পারি”।
একসময় যে স্পিনারদের বিরুদ্ধে ভারতীয় দলের ব্যাটাররা সবচেয়ে বেশি সাবলীল ছিলেন। এখন অন্যান্য দেশের স্পিনাররাই যেন ভারতীয় ব্যাটারদের কাছে বিভীষিকা হয়ে দাঁড়াচ্ছে। দক্ষিণ আফ্রিকার স্পিনারদের সামনে কার্যত অসহায়ের মতো আত্মসমর্পণ করতে হয়েছিল ভারতীয় দলের ব্যাটারদের। সেই জায়গা থেকেই এবার ঘুরে দাঁড়াতে চাইছেন টিম ইন্ডিয়ার ব্যাটাররা।
প্রাক্তনদের থেকে পরামর্শ নিয়ে স্পিনারদের বিরুদ্ধে নিজেদের দুর্বলতা কেএল রাহুলরা মেটাতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে







