গত সপ্তাহে ট্রাম্পের তরফ থেকে জানানো হয়েছিল, আগামী শুক্রবার আলাস্কায় গিয়ে তিনি দেখা করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে তাঁর এই পদক্ষেপ শান্তি চুক্তির জন্য বলেই দাবি করেছেন তিনি। যুদ্ধবিরতির এই চুক্তিতে থাকতে পারে দুই পক্ষের ‘এলাকা বিনিময়’ সংক্রান্ত কিছু শর্তও। আর এই শর্তেই আপত্তি জানিয়েছেন জেলেনস্কি। সোশ্যাল মিডিয়া ট্রুথ-এ ট্রাম্প লেখেন, ‘মার্কিন প্রেসিডেন্ট হিসাবে আমার ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত বৈঠকটি আগামী শুক্রবার, ১৫ আগস্ট অনুষ্ঠিত হবে আলাস্কার গ্রেট ইস্টে।’ পরবর্তী কালে এই বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
আর আলাস্কায় এই বৈঠকের আগেই এবার বিস্ফোরক মন্তব্য করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর দাবি, ভ্লাদিমির পুতিন বিশেষ মূল্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি বিক্রি করার চেষ্টা করছেন। ইউক্রেনের জনগণের উদ্দেশ্যে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, “যুদ্ধের ন্যায্য অবসান হতে হবে, এবং রাশিয়াকেই তা করতে হবে। কারণ তাদের তরফ থেকেই যুদ্ধ শুরু করা হয়েছে। তাই শেষও তাদেরকেই করতে হবে। কোনও তাৎক্ষণিক যুদ্ধ বিরতি নয়, এক্ষেত্রে প্রয়োজন প্রকৃত স্থায়ী শান্তি। কিন্তু পুতিন বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নাকি তাঁকে তাৎক্ষণিক যুদ্ধ বিরতির প্রস্তাব দিয়েছেন।” আর এক্ষেত্রে পুতিন সর্বোচ্চ মূল্যে হত্যা বন্ধের দাবি বিক্রি করার চেষ্টা করছেন বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
পাশাপাশি তিনি আরও বলেন, “যুদ্ধে ইতি টানার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা সম্পর্কে কোনও অংশীদারকে সন্দেহ প্রকাশ করতে শুনিনি। মার্কিন প্রেসিডেন্টের হাতে সেই ক্ষমতা এবং দৃঢ় সংকল্প রয়েছে। ইউক্রেন ফেব্রুয়ারি থেকেই প্রেসিডেন্ট ট্রাম্পের সমস্ত প্রস্তাবকে সমর্থন করে এসেছে, সে যুদ্ধবিরতি হোক, বা অন্য কোনও ইস্যু, সব কিছুতেই আমরা সমর্থন জানিয়েছি। সব মিলিয়ে আগামী ১৫ আগস্ট আলাস্কার গ্রেট ইস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে শান্তি বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এই বিস্ফোরক দাবি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন কোনও প্রভাব ফেলে কিনা, সেটাই দেখার।







