রাঁচির পর এবার রায়পুর। সেখানেও দুরন্ত ফর্মে বিরাট কোহলি(Virat Kohli)। সেইসঙ্গেই টপকে গেলেন শুভমন গিলকেও(Shubman Gill)। আইসিসি ওডিআই ব্যাটারদের তালিকায় শুভমন গিলকে(Shubman Gill) সরিয়ে চার নম্বর পজিশনে উঠে এলেন বিরাট কোহলি(Virat Kohli)। রায়পুরে ওডিআই(ODI) চলাকালীনই বিরাট কোহলির র্যাঙ্কিংয়ে এই উন্নতি। যদিও রোহিত শর্মার থেকে এখনও বেশ খানিকটা পিছিয়েই রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তবে গিলকে সরিয়ে সেই জায়গাটা দখল করে নিলেন তিনি।
প্রায় এক মাস পর রাঁচিতেই ভারতীয় দলের জার্সিতে ফিরেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে সেঞ্চুরি ইনিংস খেলা হয়ে গিয়েছে তাঁর। এরপর দ্বিতীয় ম্যাচেও বিরাটের ব্যাট থেকে সেই একই ধারা অব্যহত। আর তাতেই বিরাট কোহলির(Virat Kohli) হাতে নতুন পুরস্কার। আইসিসির ওডিআই ব্যাটারদের তালিকায় বিরাট কোহলি উঠে এলেন এবার চার নম্বর পজিশনে।
এতদিন সেই জায়গায় ছিলেন শুভমন গিল। সেখানেই তাঁর পয়েন্ট ছিল ৭৩৮। রাঁচিতে সেঞ্চুরি করার পরই বিরাট কোহলির পয়েন্ট এখন ৭৫১। আর তাতই ওডিআই ব্যাটারদের তালিকায় চার নম্বরে চলে এলেন বিরাট কোহলি। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট। সেই পারফরম্যান্সের জোরেই এবার টপকে গেলেন ভারতীয় ওডিআই দলের অধিনায়ককেও। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায়।
এই মুহূর্তে ওডিআই ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন রোহিত শর্মা। বিরাট কোহলির থেকে ৩২ পয়েন্টে এগিয়ে রয়েছেন রোহিত শর্মা।







