২০২৭ সালে ওডিআই বিশ্বকাপ। তাও আবার ঘরের মাঠে। সেখানেই রোহিত শর্মা(Rohit Sharma) এবং বিরাট কোহলিকে(Virat Kohli) ছাড়া ভারতের বিশ্বকাপ(Odi World Cup 2027) স্কোয়াড ভাবাই যায়না। মনে করছেন প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণ্মাচারিয়া শ্রীকান্ত(Kris Srikkanth)। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাঁচিতে প্রথম ওডিআই-এ দুই তারকার পারফরম্যান্স দেখার পর থেকেই রোহিত শর্মা(Rohit Sharma) এবং বিরাট কোহলিকে(Virat Kohli) নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। বিশ্বকাপের মঞ্চেও এই দুই তারকাকে দেখতে চান ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার ওডিআই ম্যাচে নেমেছিল টিম ইন্ডিয়া(Team India)। সেখানেই খেলেছিলেন রোহিত শর্মা(Rohit Sharma) এবং বিরাট কোহলি(Virat Kohli)। প্রায় একমাস পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে নেমেছে তারা। প্রথম ম্যাচেই বিধ্বংসা পারফরম্যান্স ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটারের। প্রথম ম্যাচেই রাঁচিতে সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট কোহলি। কার্যত ভারতীয় দলের এই বিরাট রান যে কোহলির(Virat Kohli) সেঞ্চুরির জন্যই সম্ভব হয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।
একইসঙ্গে রোহিত শর্মার অর্ধশতরানের ইনিংস। ভারতের ৩৪৯ রানের মধ্যে এই দুই ব্যটারের মিলিত রান ১৯২। রোহিত এবং কোহলির এই পারফরম্যান্স দেখার পর থেকেই উচ্ছ্বসিত শ্রীকান্থ। বেশ কয়েকদিন ধরেই তাদের বয়স, ফিটনেস নিয়ে নানান কথাবার্তা হচ্ছিল। কিন্তু বিরাটদের ক্ষেত্রে যে এই সব নিয়ে আলোচনার করার সময় এখনও আসেনি, সেটা যেন প্রোটিয়াদের বিরুদ্ধে মাঠে নেমেই বুঝিয়ে দিলেন দুই তারকা। শ্রীকান্থ বিশ্বকাপের মঞ্চে রোহিত এবং কোহলিকে ছাড়া ভারতীয় দল ভাবতেই পারছেন না।
প্রাক্তন এই ক্রিকেটারের মতে, “কোহলি এবং রোহিত আলাদাই লেভেলে ক্রিকেটটা খেলছে। তাদের ছাড়া ২০২৭ সালের বিশ্বকাপের কোনও পরিকল্পনাই যেন ভাবা যাবে না। একদিকে রোহিত এবং অন্যদিকে বিরাট কোহলিকে রাখতেই হবে। যদি বিরাট এবং রোহিত ২০ ওভারও ব্যাটিং করে ফেলেন, তবে প্রতিপক্ষ যে শেষ সেটা বলার অপেক্ষা রাখে না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচেই সেটা দেখা গেল”।
২০২৭ সালের ওডিাই বিশ্বকাপের মঞ্চে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে(Virat Kohli) দেখা যাবে কিনা সেটা নিয়েই এখন জোর চর্চা। শোনাযাচ্ছে ভারতের ওডিআই সিরিজে তাদের পারফর্ম্যান্স দেখে এবং ফিটনেস বোঝার পরই নাকি সিদ্ধান্ত নেবেন কোচ থেকে নির্বাচকরা। কিন্তু রাঁচিতে প্রথম ম্যাচেই বিধ্বংসী ফর্ম দেখিয়েছেন দুই তারকা। একজনের বয়স ৩৭ তো আরেকজনের বয়স ৩৮। কিন্তু তাদের খেলা দেখে সেসব কিছুই যেন বোঝা যাচ্ছে না। সাফ বার্তা শ্রীকান্থের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এখনও দুটো ওডিআই ম্যাচ বাকি রয়েছে। সেখানেও রোহিত এবং বিরাটের দিকেই যে সকলে তাকিয়ে তা বলাই বাহুল্য।







