বুধবার রাশিয়ার পূর্ব প্রান্তে অবস্থিত কামচাটকা শহর কেঁপে উঠল ভয়াবহ ভূমিকম্পে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৮.৭। আর এর ফলেই সৃষ্টি হয় সুনামির। জলস্তর প্রায় ৪ মিটার পর্যন্ত বেড়ে গিয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থার রিপোর্ট অনুসারে, ভূমিকম্পটির উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে ১৯.৩ কিমি গভীরে। এর কেন্দ্রস্থল ছিল আভাচা উপসাগরের উপকূল বরাবর পেট্রোপাভলভস্ক-কামচাটস্কির প্রায় ১২৫ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্বে।
সোস্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই ভয়াবহ ভূমিকম্পের বেশকিছু ভিডিও ভাইরাল হয়েছে। যাতে দেখা গেছে রাশিয়ায় এই ভূমিকম্পের কী ভয়াবহ প্রভাব পড়েছে। কামচাটকার আঞ্চলিক ডিজাস্টার মন্ত্রী সের্গেই লেবেদেভ দাবি করেছেন, সেখানে বেশ কিছু জায়গায় ৩-৪ মিটার উচ্চতায় জলস্তর বাড়তে দেখা গেছে। এই শহরের জনসংখ্যা প্রায় ১,৬৫,০০০। এই পরিস্থিতিতে উপকূলবর্তী অঞ্চলের লোকজনদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই ভূমিকম্পের জেরে প্রশান্ত মহাসাগরে থাকা আমেরিকার বেশ কয়েকটি দ্বীপ, এমনকী জাপানেও সুনামির সতর্কতা জারি করা হয়েছে। এই আশঙ্কার ফলে জাপান সরকার সুনামির বিষয়ে ইতিমধ্যেই তৎপর হয়ে উঠেছে। জাপানের উপকূল অঞ্চলগুলিতে ৩ মিটার পর্যন্ত জলস্তর বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সংবাদ সংস্থা এনএইচকের রিপোর্ট অনুযায়ী জাপানের বেশ কিছু অঞ্চল থেকে ইতিমধ্যেই নাকি লোকজন সরানোর কাজও শুরু হয়ে গেছে। অন্যদিকে আমেরিকা হাওয়াইতে সুনামি সতর্কতা জারি হয়েছে। এছাড়া গুয়াম এবং মাইক্রোনেশিয়া দ্বীপের জন্যেও সুনামি আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ফলে এই জায়গাগুলো ইতিমধ্যেই খালি করার প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের শহর যেমন ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, ওরেগন এবং আলাস্কাতেও জারি রয়েছে সতর্কতা। এই শহরগুলি ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে বলেই খবর।







