জমিতে চাষ করাকে কেন্দ্র করে বিবাদ। তার জেরে খুন হলেন সুবোধ মালাকার নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কোচবিহারের পানিশালা এলাকায়। খুনের ঘটনায় অভিযুক্ত এলাকারই বাসিন্দা পরিতোষ দাস, ওরফে পরিদাস। মৃতের পরিবারের অভিযোগ, পরিদাস নামে ওই ব্যক্তি তাদের জমিতে কাজ করত। রবিবারও কাজ করতেই এসেছিলেন। কিন্তু তার কিছু টাকা অগ্রিম দরকার বলে দাবি করেন। তাই নিয়েই বাড়ির কর্তা সুবোধ মালাকারের সাথে অভিযুক্ত পরিদাসের বচসা বাধে। সেই সময় ৬০ বছরের সুবোধ মালাকারকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে মৃতের পরিবারের দাবি। তারপর আশঙ্কাজনক অবস্থায় তাকে মাঠে ফেলে রেখে যায় ওই অভিযুক্ত। গুরুতর জখম অবস্থায় পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে এমজেএন(MJN) মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার পর থেকেই অভিযুক্ত পরিতোষ দাস বেপাত্তা। তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে মৃতের পরিবারের তরফ থেকে। অভিযুক্ত পরিদাসের সন্ধানে তল্লাসি শুরু করেছে পুলিশ। এই পিটিয়ে খুনের ঘটনা নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টও করেন স্থানীয় তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ। এই খুনের ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি। রবিবার রাতেই হাসপাতালে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি জানান, এলাকায় দুষ্কৃতী বলেই পরিচিত অভিযুক্ত পরিদাস বিজেপির সমর্থক। রাজনৈতিক ভাবেই পরিকল্পনা মাফিক তৃণমূল কর্মী সুবোধ মালাকারকে খুন করা হয়েছে বলেই তাঁর দাবি। তিনি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদনও জানিয়েছেন। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে তৃণমূলের অভিযোগকে সম্পূর্ণ ভাবে নস্যাৎ করা হয়েছে। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।







