সুমন গাঙ্গুলী: এ যেন দ্বিতীয় ভাষার লড়াই। ২১ জুলাই মঞ্চ থেকে যে ডাক তৃণমূল সুপ্রিমো দিয়েছিলেন তারপর থেকে ঘরে – বাইরে নিজের ভাষা আর সংস্কৃতিকে রক্ষা করতে বাংলার রাজপথ থেকে দিল্লী পর্যন্ত এই ভাষার লড়াই। ইতিমধ্যে বোলপুর আর ঝাড়গ্রামে এই ভাষা রক্ষার লড়াই তে নেতৃত্ব দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে রবীন্দ্র নাথ, নজরুল, বিদ্যাসাগর, আর গলায় বাংলা গান – না এ লড়াইয়ে কোনো অস্ত্র নেই, নেই গোলা বারুদ, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া বাঙালীর এ লড়াইয়ের বুলেট এক ও একমাত্র – “আ মরি বাংলা ভাষা।”
বাংলা ভাষা এবং সংস্কৃতির উপর গোটা দেশজুড়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে আঘাত আসছে তার প্রতিবাদে রবি ঠাকুরের গানকে সম্বল করে ঠিক এভাবেই বিরোধীতা তৃণমূল সাংসদদের। যে বাংলার উপর বারবার আঘাত আসছে বলে অভিযোগ ডান বাম সমস্ত রাজনৈতিক দলের দিল্লির বুকে দাঁড়িয়ে সেই বাংলার গান জয় বাংলা স্লোগান দিয়েই বাংলার অপমানের বিরুদ্ধে প্রতিবাদের সুর চড়ালেন পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত তৃণমূলে বাঙালি সাংসদরা। না জমি ছাড়া নয়, বরং রবি ঠাকুর আর নজরুলের গানে ছিনিয়ে আনা হোক বাংলার অধিকার বাংলার সম্মান।







