মালদায় আবারও তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। সমবায়ের জমি নিজের মনে করে গোপনে বেচে দিলেন বিধায়ক (Trinamool MLA)। তাও আবার জলের দরে, মাত্র ২১ লক্ষ টাকায়। রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখার্জির (Samar Mukherjee) বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন সমবায় সমিতির (Malda Co-operative Society) কর্মকর্তারা। গোটা ঘটনা নিয়ে বিধায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। সমগ্র ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে মালদার সামসি এলাকায়। যদিও জমি বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। তবে তা নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
সমবায়ের চেয়ারম্যান সহ সকল সদস্যের অভিযোগ, ২০২১ সালে সোসাইটির স্পেশাল অফিসার থাকাকালীন চাঁচলের সিঙ্গিয়া মৌজার ৬১৩ খতিয়ানের ২১৯৬/২৬৭৭ নং দাগের ১৩ শতক জমি জলের দরে বিক্রি করেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। ওই জমির বর্তমান বাজার মূল্য প্রায় চার কোটি টাকা বলে দাবি করেন সোসাইটির চেয়ারম্যান সহ অন্যান্যরা। অথচ, মাত্র ২১ লক্ষ টাকায় সোসাইটির সেই ১৩ শতক জমি বিক্রি করে দু’বছর পর্যন্ত সেই টাকা নিজের পকেটে রাখেন তৎকালীন স্পেশাল অফিসার তথা বিধায়ক। পরবর্তীতে বিষয়টি জানাজানি হতেই ২০২৩ সালের ডিসেম্বর মাসে মালদা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের সামসি ব্রাঞ্চের এ্যাকাউন্টে জনৈক রেজাউল আলম নামক এক ব্যক্তি আরটিজিএস-এর মাধ্যমে সেই টাকা জমা দেন। সেই টাকার উৎস জানতে না পেরে ব্যাংক কর্তৃপক্ষকে চাপ দেন সোসাইটির কর্ণধাররা। এরপরেই সম্পত্তি বিক্রির বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে সোসাইটি কর্তৃপক্ষ।
সোসাইটির বক্তব্য, সমর মুখোপাধ্যায় জমিটি বিক্রি করতে পারেন না। কারণ সেই সম্পত্তির অংশীদার সোসাইটির ব্যক্তিসভ্য, সমবায় কৃষি উন্নয়ন সমিতি ও পশ্চিমবঙ্গ সরকার। ফলে সামসি কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটির রেজ্যুলেশন ছাড়া সেই জমি এককভাবে কেউ বিক্রি করতে পারেন না। সমস্ত সদস্যদের অন্ধকারে রেখে এই জমি বিক্রি করেছেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়।
দপ্তরের তরফে একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং সেই তদন্তের ভিত্তিতে একটি রিপোর্ট তৈরি করে পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে তা পাঠানো হয়। সেই তদন্ত রিপোর্টের ভিত্তিতে রতুয়ার বিধায়ক তথা সামসি মার্কেটিং সোসাইটির তৎকালীন স্পেশাল অফিসার সমর মুখোপাধ্যায়কে দোষী সাব্যস্ত করা হলেও তার বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ শুরু হয়েছে সোসাইটির পরিচালন সমিতিতে।
যদিও নিজের বিরুদ্ধে ওঠা জমি বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন রতুয়ার তৃণমূল বিধায়ক তথা সামসি কো-অপারেটিভ সোসাইটির স্পেশাল অফিসার সমর মুখোপাধ্যায়। তিনি বলেন, “বিষয়টি আমার জানা নেই। চক্রান্ত করে আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে। আমার ছবি ও সিগনেচার জাল করা হয়েছে।”







