এবার দিল্লি পুলিশের বিরুদ্ধে এফআইআর করা হবে বলে বুধবার জানালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন তৃণমূল ভবনে দিল্লিতে দিল্লি পুলিশের হাতে সন্তান সহ আক্রান্ত সাজনু পারভিনকে সাথে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন কুণাল ঘোষ এবং রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
উল্লেখ্য, দিল্লি পুলিশের অত্যাচারের শিকার মালদহের চাঁচলের মহিলা সাজনু পারভিন ও তাঁর শিশু সন্তানের অভিযোগ এমনটাই। এই হেনস্তার অভিযোগ তুলে কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করবেন তাঁরা। ফিরহাদ হাকিম বলেন, “আমরা আমাদের দলের লিগ্যাল টিমের সাথে কথা বলছি, আইনি ব্যবস্থা নেওয়া নিয়ে ভাবনা-চিন্তা করা হচ্ছে।”
পাশাপাশি, ফিরে আসা এই পরিযায়ী শ্রমিক পরিবারের সব দায়িত্ব নেবে রাজ্য সরকার, তাও জানালেন ফিরহাদ। তিনি বলেন, “ফিরে আসা সবার পেটে ভাত, সবার হাতে কাজ, সবার মাথায় ছাদ নিশ্চিত করার চেষ্টা করছি।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার বার্তা দিয়েছেন। সেই সুর ধরেই ফিরহাদ হাকিম বলেন, “মুখ্যমন্ত্রী বলেছেন, একটা রুটি থাকলে হাফ করে খাব। বাংলা ভাষার উপর অত্যাচার সহ্য করা হবে না।”







