তৃণমূলের(TMC) পঞ্চায়েত সদস্যের স্বামীর ওপর হামলা। মুর্শিদাবাদের(Murshidabad) জলঙ্গীপাড়া থানার অন্তর্গত ফরজিপাড়ায় ঘটেছে এই ঘটনা। ঘোষপাড়া তৃণমূল(TMC) পঞ্চায়েত সদস্যের স্বামী রাজদুল ইসলামকে বেধরক মারধর করার অভিযোগ উঠেছে বিরোধীদের বিরুদ্ধে। এই রাজদুল ইসলাম নিজেও একসময় তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন। এই ঘটনা ঘিরে এলাকায় ব্যপর চাঞ্চল্য ছড়িয়েছে। রাজদুল ইসলামের(Rajdul Islam) অভিযোগ বিরোধী দল নেতা কিবরিয়া ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে জলঙ্গীপাড়া থানার পুলিশ।
এদিন রাজদুল ইসলামের(Rajdul Islam) ওপর হঠাৎই হামলা করে কিছু দুস্কৃতি। যদিও পরে তাদের বিদোধী শিবিরের লোক বলেই জানিয়েছেন রাজদুল ইসলাম। তাঁর ওপর হামলা হওয়ার পর তড়ঘড়ি তৃণমূলের(TMC) পঞ্চায়েত সদস্যার স্বামীকে গ্রামীন হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকেরা। সেখানে চিকিৎসক তাঁর প্রাথমিক চিকিৎসা করলেও, অবস্থার অবনতিই হতে থাকে রাজদুল ইসলামের। এরপরই তাঁকে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এই ঘটনায় এলাকায় কিন্তু বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।
তবে ঠিক কী কারণে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীর ওপর হামলা হয়েছে তা নিয়ে এখনও পর্যন্ত সেভাবে কিছু জানা যায়নি। তবে তিনি তৃণমূল করেন বলেই এই হামলা হয়েছে বলে মনে করছেন রাজদুল ইসলাম। শুধুমাত্র তাই নয় তিনি নাকি জলঙ্গী থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছেও তাঁর প্রাণনাশের হুমকি রয়েছে বলে জানিয়েছিলেন বেশ কয়েকদিন আগেই। এবার এই হামলা নিয়ে শুরু হয়েছে জল্পনা। যদিও পাল্টা বিরোধীরাও নেমে পড়েছে ময়দানে। বিরোধী দল নেতাকে ফাঁসানোর ছক বলেই জানানো হয়েছে বিরোধী দলের তরফে।
রাজদুল ইসলাম অভিযোগ করে জানিয়েছেন, “আমি তৃণমূলের অনুগামী আর সেই কারণেই আমার উপরে এই হামলা। বিগত দিনে জলঙ্গী থানার ভারপ্রাপ্ত আধিকারিক যিনি ছিলেন তাঁকে আমি একাধিকবার আমার প্রাণনাশের হুমকি এসেছে, সেটিও জানিয়েছিলাম”।
ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগও করেছেন রাজদুল ইসলাম। যদিও বিরোধী নেতা কিবরিয়ারের দাবী তাঁকে ফাঁসানোর জন্যই নাকি এমন কাণ্ড ঘটানো হয়েছে। তাঁর দাবি অনুযায়ী তিনি নাকি সেদিন এলাকাতেই ছিলেন না।
আবার সিপিআইএমের প্রাক্তন বিধায়ক ইউনুস সরকার বলেন কিবরিয়া এবং রাজদুল নাকি একই দলের সদস্য। অর্থাৎ তিনি গোষ্ঠিদ্বন্দ্বের ছবিই নাকি দেখতে পাচ্ছেন এই ঘটনায়। অভিযোগ পাল্টা অভিযোগে এলাকার পরিস্থিতি যে বেশ উত্তপ্ত তা বলাই বাহুল্য।







