দুর্গাপূজায় মুখ্যমন্ত্রীর হাতে মায়ের চক্ষুদান আর নতুন কিছু নয়। প্রতিবছরই চেতলা অগ্রণী, সুরুচি সংঘের মত একাধিক পুজোয় চক্ষুদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই শেষ নয়, বাংলা তথা বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার স্বীকৃতি হিসেবে ইতিমধ্যেই ইউনেস্কোর তরফে শারদ উৎসব পেয়েছে বিশেষ স্বীকৃতি। তবে এই প্রথম কোনও পুজোর থিমের নামকরণ করলেন বাংলার প্রশাসনিক প্রধান। শতবর্ষের টালা প্রত্যয়ের থিমের নাম রাখলেন তিনি।
সবুজের বাংলা। এবার শতবর্ষের পুজো উদযাপন করছে টালা প্রত্যয়। এই পুজো এই বছর সাজিয়ে তুলছেন প্রখ্যাত শিল্পী ভবতোষ সুতার। সেই পুজোর থিমের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী। এবারের থিম ‘বীজ অঙ্গন’।
টালা প্রত্যয়ের তরফে শুভ বসুর বক্তব্য, “গতবছরই মুখ্যমন্ত্রী জানতে চেয়েছিলেন শতবর্ষ নিয়ে ক্লাবের কী পরিকল্পনা। এরপর সম্প্রতি এক অনুষ্ঠানে তাঁর সঙ্গে দেখা হয়। সেখানেই এবারের থিম নিয়ে আলোচনা হয়। থিমের মধ্যে দিয়ে সবুজ রক্ষার বার্তা দেওয়া হবে বলে জানানো হয়। দীর্ঘক্ষণ মন দিয়ে সম্পূর্ণ থিমভাবনা শোনার পর মুখ্যমন্ত্রী নিজেই বলেন, এই সৃজনের দারুণ একটা নাম হতে পারে। তা হল ‘বীজ অঙ্গন’।” আর নামকরণ যখন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, তাই এই সুযোগ লুফে নেয় ক্লাব কর্তৃপক্ষ।
পুজোর থিমের এই নামকরণ নিয়ে উচ্ছ্বসিত শিল্পী ভবতোষ সুতার। তার বক্তব্য, “দুর্গাপুজোর সঙ্গে যুক্ত প্রত্যেককে উৎসাহ দিতে মুখ্যমন্ত্রী যেভাবে এগিয়ে আসেন, পাশে দাঁড়ান, তা সত্যিই অত্যন্ত প্রশংসনীয়। পুজো শিল্পের প্রতি তাঁর এই ভালোবাসা আর আগ্রহ দেখে ভীষণই ভালো লাগে। নামটা আমারও পছন্দ হয়েছে।”







