নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি বাংলায় ক্ষমতা দখল করতে চাইছে। বৃহস্পতিবার দিল্লী যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী কাজে গাফিলতির কারণে রাজ্যের দেবত্তম দত্ত, তথাগত মন্ডল, বিপ্লব সরকার ও সুদীপ্ত দাস – এই ৪ সরকারী কর্মীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। যদিও বুধবার ঝাড়গ্রামের সভা থেকে এই অফিসারদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আরো একধাপ এগিয়ে নির্বাচন কমিশনের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক। এদিন বিমান বন্দরে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,” আবার বলছি কমিশন এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছে। আদর্শ আচরণ বিধি চালু হলে কমিশন রাজ্যের আইন ও স্বাভাবিক প্রশাসন হাতে নেয়। কিন্তু নির্বাচন এখনও ১০ মাস দেরী।” পাশাপশি নির্বাচন কমিশন যে সরাসরি মোদি – শাহের নির্দেশে কাজ করছে, তা মনে করিয়ে দিয়ে তৃণমূলের লোকসভা দলনেতার বক্তব্য,” নির্বাচিত সরকারকে কাজ করতে দিতে চাইছে না। সরকারকে না জানিয়ে এগুলো করছে কমিশন। আসলে বিজেপিকে বাড়তি সুবিধা পাইয়ে দিতে কমিশনকে কাজে লাগানো হচ্ছে।” এমনকী পশ্চিমবঙ্গের বাঙ্গালীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে বিজেপি কমিশনকে কাজে লাগাচ্ছে বলে অভিযোগ করে অভিষেক বলেন,” প্রকৃত বাঙালি ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে কমিশন নির্লজ্জ ভূমিকা পালন করছে।” পাশাপাশি এদিন বিজেপিকে আক্রমণ করে অভিষেকের বার্তা, ” যারা বাংলাকে আলীকে ব্যবস্থা করছে মানুষ সেগুলো দেখছি যারা বাংলাকে ছোট করতে চাইছে তারা শিক্ষা পাবে। আসলে ভুল থেকে বিজেপি শিক্ষা নেয়নি।”







