মহালয়ার আগেই পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর

মহালয়ার(Mahalaya) আগেই পুজো মন্ডপ উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। শনিবার শ্রীভূমির(Sreebhumi Sporting Club) পুজো দিয়েই মন্ডপ উদ্বোধনের শুরুটা করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আগামী রবিবার মহালয়া। বেশ কয়েক বছর ধরেই মহালয়ার আগে থেকে পুজো মন্ডপ উদ্বোধন করছেন বাংলার মুখ্যমন্ত্রী। দুর্গা পুজো এখন শুধু পুজো নয়, উৎসব। সেইসঙ্গে বহু মানুষের রোজগারের পথও। সব দিক বিচার করেই হয়ত মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্ত। আগামী ২০ সেপ্টেম্বর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের(Sreebhumi Sporting Club) পুজোর উদ্বোধন দিয়েই শুরু হবে মুখ্যমন্ত্রীর(Mamata Banerjee) এবারের কর্মসূচির উদ্বোধন। এরপর ২১ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ার দিন দুপুরে যোগ দেবেন জয় বাংলার আসরে। সেখান থেকেই তিনি একাধিক পুজো মন্ডপের উদ্বোধন করবেন। রবিবার সব মিলিয়ে মোট পাঁচটি পুজো মন্ডপের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তবে ২২ ও ২৩ সেপ্টেম্বরের তালিকা সবচেয়ে দীর্ঘ। ২২ সেপ্টেম্বর চেতলা, হরিদেবপুর মিলিয়ে প্রায় ২৩টি পুজো মন্ডপের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৩ তারিখের তালিকাটা অবশ্য আরও দীর্ঘ। সেদিনই মুদিয়ালি, শিবমন্দির, একডালিয়ার মতো পুজোর মন্ডপের উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এবারের পুজোতে রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। পূর্বাভাস রয়েছে মহালায়ার সময় থেকেই নাকি আকাশের মুখ ভার থাকবে। এমনকি মহালয়ার দিনই হাল্কা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেদিক থেকে দেখতে গেলে শনিবার থেকে পুজো মন্ডপ গুলো উদ্বোধন হয়ে গেলে যে সাধারণ মানুষের পুজো দেখার অনেকটাই সুবিধা হবে তা বলার অপেক্ষা রাখে না। বিশ্বকর্মা পুজো শেষ হতেই পুজো পুজো ভাব এসে গিয়েছে। এবার শুধুই ডাকে কাঠি পড়ার অপেক্ষায় সকলে।