ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকা, রয়েছে সুনামির সতর্কতাও

আবারও ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকা। শুক্রবার অর্থাৎ ২২ আগস্ট স্থানীয় সময় বিকেল ৪টে ১৬ মিনিটে দক্ষিণ আমেরিকার কেপ হর্ন এবং অ্যান্টার্কটিকার দক্ষিণ শেটল্যান্ড দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত ড্রেক প্যাসেজে ঘটে এই কম্পন। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (USGS)-এর দেওয়া রিপোর্টে বলা হয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭.৫। প্রায় ১১ কিমি গভীরে ছিল এর উৎসস্থল। ড্রেক প্যাসেজ হল একটি গভীর ও প্রশস্ত খাঁড়ি যা দক্ষিণ-পশ্চিম আটলান্টিক এবং দক্ষিণ-পূর্ব প্রশান্ত মহাসাগরকে যুক্ত করে। টেকটোনিক প্লেটের উপর অবস্থিত হওয়ায় এটি ভূমিকম্প প্রবণ এলাকা। ড্রেক প্যাসেজের ভূমিকম্পের ফলে আগামী তিন ঘণ্টার মধ্যে চিলির কিছু উপকূলে সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্র (PTWC)। তবে চিলিতে সুনামির সতর্কতা জারি থাকলেও হাওয়াই দ্বীপপুঞ্জে কোনও সুনামির সতর্কতা দেয়নি পিটিডাব্লিউসি। তবে ভূমিকম্পের সবচেয়ে নিকটবর্তী শহর হল আর্জেন্টিনার উশুয়াইয়া। মাত্র ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত এই শহরের জনসংখ্যা আনুমানিক ৫৬ হাজার। ভূমিকম্পের এই খবরে স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে সেখানে।