২১শে জুলাই ধর্মতলায় তৃণমূলের সভা, ভিড় এড়াতে কোন রাস্তায় যাবেন

আজ ২১শে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ সমাবেশ। ২০২৬ বিধানসভা ভোটের আগে তৃণমূলের এই মেগা ইভেন্ট ঘিরে যে কর্মী-সমর্থকদের ব্যাপক জমায়েত হবে তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে কর্মীরা আসতে শুরু করে দিয়েছেন। যদিও এই সমাবেশ ঘিরে কলকাতা হাইকোর্টের তরফ থেকে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কিন্তু লক্ষ লক্ষ মানুষের এই ভিড়ে নিরাপত্তা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ কলকাতা পুলিশের কাছে। কলকাতা পুলিশের তরফ থেকেও যা ব্যবস্থা নেওয়ার ইতিপূর্বেই তা নেওয়া। জারি হয়েছে একাধিক বিধিনিষেধ। কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার নেতৃত্বে সকাল থেকেই সক্রিয় পুলিশ। অন্যদিকে আজকে সপ্তাহের প্রথম দিন হওয়ায় চরম ভোগান্তির শিকার হতে পারে সাধারণ মানুষ। অফিসযাত্রী থেকে স্কুল-কলেজের পড়ুয়ারা তাই স্বাভাবিক ভাবেই ধন্দে আছেন কোথায় জ্যামের কবলে পড়তে হয় এটা ভেবে। যদিও এই হেভিওয়েট সভা ঘিরে বিপুল মানুষের সমাবেশে ভিড় এড়ানোটা সত্যি চাপের। তবু জেনে নেওয়া ভালো কোন কোন রাস্তায় আজ ভুলে পা দেবেন না। আজ শহরের বিভিন্ন প্রান্ত থেকে মোট সাতটি বড় মিছিল রওনা দেবে ধর্মতলার উদ্দেশে। শ্যামবাজার মোড়, হাজরা পার্ক, হেদুয়া পার্ক, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, হাওড়া, শিয়ালদহ ও কলকাতা স্টেশন থেকে একে একে শুরু হবে মিছিল। শ্যামবাজার মোড় থেকে শুরু হওয়া মিছিল এগোবে বিধান সরণি, কলেজ স্ট্রিট, এনসি স্ট্রিট, জিসি অ্যাভিনিউ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে ধর্মতলায় পৌঁছবে। হাজরা পার্কের মিছিল যাবে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এক্সাইড মোড়, জেএন রোড ধরে ধর্মতলায়। অন্যদিকে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে মিছিল এগোবে পার্ক স্ট্রিট, মল্লিকবাজার, এজেসি বোস রোড, মৌলালি মোড়, এসএন ব্যানার্জি রোড হয়ে সভাস্থলের দিকে। এই রাস্তাগুলি ছাড়া শহরের বাকি রাস্তায় তেমন যানজটের আশঙ্কা নেই। দিনের বেশ কিছুটা সময় ট্রাক ও ভারী যান চলবে না শহরে। ফলে মিছিল ধর্মতলায় পৌঁছে গেলে, মোটের উপর রাস্তা ফাঁকাই থাকবে।