বনগাঁ-এ প্রাকৃতিক গ্যাসের সন্ধান, আকাইপুর গ্রাম পঞ্চায়েতকে অ্যাম্বুলেন্স ONGC-র

অশোকনগরের পর বনগাঁ(Bongaon) গোপালনগরের আকাইপুর(Akaipur)। বিপুল পরিমানে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেল ওএনজিসি(ONGC)। এবং তেলের সন্ধান চালাচ্ছে তারা । স্থানীয় কামদেবপুরে কয়েকবছর আগেও খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান চালাচ্ছিল তারা । প্রায় চার বছর ধরে এই সন্ধান চালাচ্ছেন ওএনজিসি(ONGC) আধিকারিকরা। তাঁরা আশাবাদী কিছুদিনের মধ্যেই মিলবে প্রাকৃতিক গ্যাস। বুধবার আকাইপুর গ্রাম পঞ্চায়েত(Panchayat) কে ওএনজিসি(ONGC) তরফ থেকে স্থানীয় মানুষের সুবিধার্থে একটি অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হয় । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কো -মেন্টর বিশ্বজিৎ দাস , বনগাঁ পঞ্চায়েত সমিতি ও আকাইপুর গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা এবং ওএনজিসির তরফ থেকে ঊর্ধ্বতন কর্তারা উপস্থিত ছিলেন । ওএনজিসি কর্তা ও বিশ্বজিৎ দাস ফিতে কেটে অ্যাম্বুলেন্স এর সূচনা করেন । ওএনজেসি কর্তা মানস কুমার নাথ(Manas Kumar Nath) ( বেসিন ম্যানেজার ) জানিয়েছেন কামদেবপুর এলাকায় কয়েক বছর ধরে প্রাকৃতিক গ্যাস ও তেলের সন্ধান চালানো হচ্ছে । তারা আশাবাদী এখান থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা যাবে । ওএনজেসির(ONGC) তরফ থেকে প্রাকৃতিক গ্যাস ও তেল উত্তোলনের জন্য কাজ চলছে এতে খুশি স্থানীয় বাসিন্দারা । স্থানীয় পঞ্চায়েত সদস্য জানিয়েছেন এখানে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে । ইতিমধ্যে একটা বোরিং এর কাজ সম্পন্ন হয়েছে। আমরা সব সময় সহযোগিতা করছি । গ্যাস উত্তোলন হলে এলাকার উন্নয়ন হবে। এই বিষয়ে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কো -মেন্টর বিশ্বজিৎ দাস জানিয়েছেন ওএনজেসি কর্তাদের সঙ্গে কথা হয়েছে । এখানে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে । প্রশাসনিক কারণে ওনারা সবকিছু খোলাসা করে বলতে পারছেন না । এখানে গ্যাস তেল উত্তোলন হলে এলাকার অর্থনৈতিক উন্নয়ন ঘটবে ।
জমি অধিগ্রহণের বিবাদ ছাড়াই প্রকল্প করছে ওএনজিসি

শেষ পর্যন্ত কার্যত বিবাদ ছাড়াই জমি পেল খনিজ তেল উৎপাদনের জন্য। আর তা সম্ভব হল কোর কমিটির দৌলতে। বছর দশেক আগে অশোকনগরের বাইগাছি মৌজায় মাটির নীচ থেকে খনিজ তেলের সন্ধান পেয়েছিল কেন্দ্রীয় সংস্থার অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন। এর পর দ্বিতীয় পয়েন্ট হিসেবে তেলের সন্ধান মেলে ভুরকুন্ডা পঞ্চায়েতের পুমলিয়া এলাকায়। এ বার সেই অশোকনগরেরই দৌলতপুরের কাঁকপুলে মিলল খনিজ তেলের সন্ধান। আর সেখানেও জমির সমস্যা মেটাতে বিশেষ প্যাকেজের পরিকল্পনা করে রাজ্য সরকার। আশোকনগরের বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাকে, জেলা শাসক, ব্লক ডেভেলপমেন্ট আর পঞ্চায়েত প্রধানদের নিয়ে কোর কমিটি তৈরি করে আমরা জমিদাতাদের সাথে কথা বলে জমি পেতে সাহায্য করেছি।” প্রথমে বাইগাছি থেকে প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছিল অপরিশোধিত খনিজ তেল উত্তোলন। ওএনজিসি প্রাথমিক পর্যায়ে এই কাজ শেষ করার পর বেশ কয়েক বছর অতিরিক্ত জমির জন্য খনিজ তেল উত্তোলনের প্রক্রিয়া বন্ধ ছিল। বিশেষ উদ্যোগ নিয়ে বাইগাছি মৌজায় ১৫ একর জমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র ১ টাকায় দিয়েছিলেন ওএনজিসি কর্তৃপক্ষকে। মাস পাঁচ-ছয়েক আগে পাকাপাকি ভাবে এই এলাকা থেকে তেল উত্তোলনের জন্য রাজ্য সরকারের কাছে অনুমতি চায় ওএনজিসি। বাকি দুই এলাকার জমি মালিকদের থেকেও লিজে জমি নিয়ে অপরিশোধিত খনিজ তেল উত্তোলন শুরু করে ওএনজিসি। এ বার অশোকনগর দৌলতপুরের কাঁকপুলেও খনিজ তেলের সন্ধান পাওয়া গিয়েছে। এর পাশাপাশি পর্যায়ক্রমে আরও কয়েকটি জায়গায়। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, “মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, শিল্পবান্ধব পরিবেশ বজায় রাখতে হবে। সেই মতো পুরসভা ও পঞ্চায়েতের সঙ্গে সমন্বয় রেখে শিল্পোদ্যোগের পথ মসৃণ করা হয়েছে। অনেক ক্ষেত্রেই জমি জটের সমস্যা থাকে। সেগুলি মেটানো হয়েছে।” তবে এখানেই শেষ নয়, এই প্রকল্পের জন্য জমিদাতাদের বাড়ির ছেলে-মেয়েদের যাতে আরও ভালো কাজকর্মের বা কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তা নিয়ে প্রস্তাব তৈরি হচ্ছে।” যদিও এই প্রকল্পের দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, যা নিয়ে নারায়ণ গোস্বামীর বক্তব্য, “দেখুন প্রশ্ন তোলা খুব সহজ, কিন্তু এত বড় প্রকল্পের সাথে অনেক টেকনিক্যাল বিষয় জড়িয়ে থাকে। সেগুলো মিটিয়ে কাজ শেষ হবে।”