শান্তনু সেনের বাড়ির সামনে বিক্ষোভ দলীয় কর্মীদের

এবার খোদ কলকাতায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ এবং বর্তমানে সাসপেন্ড হওয়া নেতা ডা: শান্তনু সেনের বাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডা: কাকলি সেনের বিরুদ্ধে শান্তনু সেনের উপস্থিতিতেই এক বৃদ্ধাকে থাপ্পড় মারার অভিযোগ, আর এই নিয়ে তৃণমূল কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, বুধবার সিঁথির মোড়ে শান্তনু সেনের বাড়ির কাছেই এক বাড়িতে ঝামেলা হয়, সেই ঝামেলার সময় সেখানে যান স্থানীয় কাউন্সিলর শান্তনু সেনের স্ত্রী ডা: কাকলি সেন। এখানেই তার বিরুদ্ধে এক বৃদ্ধাকে থাপ্পড় মারার অভিযোগ এবং পরবর্তীতে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ শান্তনু সেন সেখানে উপস্থিত হন। এবং তার সামনেই স্থানীয় বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে মারধর করা হয়। এরপরই শান্তনু সেনের বাড়িতে চড়াও হন স্থানীয় তৃণমূল কর্মীরা। চলতে থাকে বিক্ষোভ। পাল্টা সিঁথি থানায় লিখিত অভিযোগ জানান কাকলি সেন। গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে, শান্তনু এবং কাকলির বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা। পরে ঘটনাস্থলে আসেন স্থানীয় তৃণমূল নেতা আনোয়ার খান। তার বক্তব্য, “আমাদের দলের এক সাসপেন্ড হওয়া নেতা দলীয় কর্মী এবং তার কাউন্সিলর স্ত্রী দাঁড়িয়ে থেকে তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে মার খাইয়েছে। আমরা স্থানীয় থানায় এসেছিলাম, কিন্তু থানা আমাদের সঙ্গে কোনও রকম সহযোগিতা করছে না। আমাদের দাবি, এই ঘটনায় শান্তনু সেন ও তাঁর স্ত্রী কাকলি সেনের বিরুদ্ধে এফআইআর নিতে হবে, নয়তো আমরা বড় আন্দোলনে নামব।” অপরদিকে ডা: শান্তনু সেন জানিয়েছে, “আমি আমার যে বক্তব্য তা লিখিত আকারে আমার স্থানীয় থানার ওসিকে জানিয়েছি। এ বিষয়ে নতুন কিছু বলার নেই।”