‘দাদা সাহেব ফালকে টেলিভিশন অ্যাওয়ার্ড’ পেলেন অশোকনগরের গৃহিণী পলি ঘোষ

অশোকনগরেই থাকে বাংলার সেরা সুন্দরী! যিনি বাংলার সেরা সুন্দরী হওয়ার পাশাপাশি পেয়েছেন দাদা সাহেব ফালকে টেলিভিশন অ্যাওয়ার্ডও। মফস্বল শহর অশোকনগরের গৃহিণী থেকেই সংসার সামলে গ্ল্যামার জগতের সেরাদের তালিকায় উঠে আসা, পলি ঘোষ এখন রীতিমতো সেলিব্রিটি। অশোকনগরের এই গৃহিণী এখন টলিউড, এমন কি বলিউডেও সাড়া ফেলে দিয়েছেন। সিনেমায় অভিনয় থেকে মডেলিং, অ্যাড শুট সহ নানা অনুষ্ঠানে এখন সেলিব্রিটি হিসেবেই দেখা যায় তাঁকে। ইতিমধ্যে টলিউড ও বলিউডের পরিচালকরাও যোগাযোগ করছেন তাঁর সঙ্গে। সংসার সামলে এই সাফল্যে আজ রীতিমতো সকলকে তাক লাগিয়ে দিয়েছেন অশোকনগরের এই গৃহবধূ। এখন বহু নারীর কাছেই অনুপ্রেরণা হয়ে উঠেছেন তিনি। ভাবছেন তো কে এই পলি ঘোষ! ছোটবেলা থেকেই উত্তরবঙ্গে বড় হওয়া তাঁর। বাবার কর্মসূত্রে পড়াশোনা ফারাক্কাতে। মালদা উইমেন্স কলেজ থেকে গ্রেজুয়েশন, পরবর্তীতে কর্মসূত্রে শিলিগুড়ি যাওয়া। সেখানেই মিশন স্কুলে শিক্ষকতার কাজ করতেন পলি। পরবর্তীতে আবারও বাবার কর্মসূত্রেই বারাসাতে আসা। সেই কারণে শিক্ষকতার চাকরি ছাড়তে বাধ্য হলেও, ভেতরে ভেতরে কিছু করে দেখানোর ইচ্ছা ও চেষ্টা থেকেই গিয়েছিল তাঁর। ছোটবেলা থেকেই মডেলিং, গ্ল্যামার জগত আকৃষ্ট করত পলিকে। কিন্তু কোনদিনও ভাবেননি এই সাফল্য তিনি ছুঁতে পারবেন অনায়াসেই। এরপর বিয়ে হয়ে যায় তাঁর। অশোকনগরের শ্বশুরবাড়িতেই এরপর সংসারের হাল ধরতে হয় গৃহিণী পলি ঘোষকে। তবে হেঁসেলে আটকে থেকেই নয়, নিজেকে কিছু করে দেখানোর লড়াই থেকেই এরপর আবারও গ্ল্যামার জগত ও র্যাম্পে হাঁটার সাহস দেখান গৃহিণী পলি ঘোষ। মায়ের এই ইচ্ছেকে সম্মান জানিয়ে সব রকম ভাবে তাঁর পাশে থেকেছেন মেয়ে সম্প্রীতি ঘোষও। স্বামী অতনু ঘোষ সব রকম ভাবেই স্ত্রীকে এগিয়ে যাওয়ার মানসিক শক্তি যুগিয়েছেন বলেও জানান পলি ঘোষ। ইতিমধ্যেই, ২০২৫-এ ‘মিস অ্যান্ড মিসেস বেঙ্গল’ কম্পিটিশনে অংশগ্রহণ করে বাংলার সেরা সুন্দরী নির্বাচিত হয়েছেন গৃহবধূ পলি ঘোষ। এখানেই শেষ নয়, এরপর গ্ল্যামার জগতের আরও এক বড় মাইলফলক ছুঁয়েছেন অশোকনগরের এই গৃহিণী। গ্ল্যামার জগতের অন্যতম স্বীকৃতি ‘দাদা সাহেব ফালকে টেলিভিশন অ্যাওয়ার্ড’ হাতে উঠেছে তাঁর। মিসেস বেঙ্গল হওয়ার পরেই, বিশেষ কমিটি অ্যাওয়ার্ড দেওয়ার জন্য নির্বাচিত করেন পলিকে। মণিকা বেদীর হাতে বলিউড সুপারস্টার থেকে সাউথ ইন্ডিয়ান অভিনেতা-অভিনেত্রীদের মাঝেই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় বাংলার এই সুন্দরীর হাতেই। বাংলার সেরা সুন্দরী হওয়ার ক্রাউন টলিউড অভিনেতাদের উপস্থিতিতে আগেই মিলেছিল। এবার লক্ষ্য আরও বড়। তাই মিসেস ইন্ডিয়া হওয়ার স্বপ্ন দেখছেন সংসার সামলে গ্ল্যামার জগতে সাফল্যের সিঁড়িতে চড়া গৃহিণী পলি ঘোষ। পলি দেবী জানান, “অশোকনগরে যখন প্রথম আসি তখন আমাকে কেউ চিনত না। নিজের রান্না-সংসার নিয়েই থাকতাম। কিন্তু ভেতরে ভেতরে মনে হত কিছু একটা করি, যেখানে মানুষ আমাকে চিনবে। আর তাই হয়তো ঈশ্বর আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন।” এখন সোশ্যাল মিডিয়াতেও তিনি ভাইরাল। রিল থেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, মাকে গ্ল্যামার জগতে এগিয়ে যেতে প্রয়োজনে ক্যামেরাও ধরতে হয় মেয়ে সম্প্রীতিকে। সেও এবার মাধ্যমিকের ছাত্রী। মায়ের এই সাফল্যে আজ যেন সকলের কাছে সেও বেশ গর্বিত। সংসার সামলে নিজেকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি নিয়মিত রিল ভিডিও এবং পাবলিক কমিউনিকেশন বজায় রেখে চলেছেন গ্ল্যামার জগতের এই নতুন স্টার অশোকনগরের গৃহিণী পলি ঘোষ।