‘ইন্দিরা গান্ধীর মতো অবস্থা হবে তাঁরও’— রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি

সম্প্রতি সংসদে নানা ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছে ‘ইন্ডিয়া’ জোট। যাঁর নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং রাহুল গান্ধী। এসআইআর নিয়েও গত সোমবার জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করেন রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোটের শরিক দলগুলির সাংসদরা। এরই মধ্যে এবার প্রাণনাশের হুমকি পেলেন এই কংগ্রেস নেতা। ২০২২ সালে ‘ভারত জোড়ো’ যাত্রায় সাভারকর সম্পর্কে রাহুলের বক্তব্যের জন্যই বিজেপির দুই সাংসদ তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। তাঁরা নাকি বলেছেন রাহুলের অবস্থাও তাঁর ঠাকুমা ইন্দিরা গান্ধীর মতো হবে। এর আগেও সাভারকর নিয়ে মন্তব্যের জেরে রাহুল গান্ধীর বিরুদ্ধে নাকিকের একটি আদালতে মানহানির মামলা করা হয়। যদিও এই মামলায় গত ২৪ জুলাই আদালত তাঁকে জামিন দেয়। এর মধ্যে আবারও সাভারকর নিয়ে মন্তব্যের জেরে প্রাণনাশের হুমকি পেলেন রাহুল। এই নিয়ে ইতিমধ্যেই কংগ্রেস দলের তরফ থেকে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন রাহুল গান্ধীর আইনজীবী মিলিন্দ পাওয়ার। আদালত এই আবেদন গ্রহণ করেছে। আগামী ১০ সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে বলে আদালতের তরফ থেকে জানানো হয়েছে। রাহুল গান্ধীর আইনজীবী মিলিন্দ পাওয়ার আরও জানিয়েছেন, সংসদের বাদল অধিবেশনে ‘হিন্দুত্ব’ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাহুল গান্ধীর বাদানুবাদ হয়। এই সময়ই বিজেপির দুই সাংসদ রাহুলকে প্রাণনাশের হুমকি দেন। এমনকী রাহুলকে বড় সন্ত্রাসবাদী বলেও আখ্যায়িত করেন। এমনকী এই দুই বিজেপি নেতা সাভারকর অনুরাগী বলেও জানিয়েছেন রাহুল গান্ধীর আইনজীবী। বর্তমানে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধী যে কঠোর অবস্থান নিয়েছেন সেই কারণেই তাঁর ক্ষতি করার চেষ্টা হচ্ছে বলেই মনে করা হচ্ছে। কেননা রাহুল গান্ধীর নেতৃত্বে গত ১৫ দিন ধরে সংসদের বাইরে এবং ভিতরে কোণঠাসা সরকার। সে কারণেই এ ধরনের হুমকি বলে অভিমত রাহুল গান্ধীর আইনজীবীর। যদিও পুরো বিষয়টিই এখন আদালতে বিচারাধীন।