পুজোর আগেই বড় উপহার পেল বনগাঁ শাখার যাত্রীরা, চালু হল AC লোকাল

কিছুদিন আগেই পরীক্ষামূলক ভাবে শিয়ালদহ-রানাঘাট শাখায় এসি(AC) লোকাল চালু করা হয়েছিল পূর্ব রেলের তরফ থেকে। রেলের এই উদ্যোগে অভূতপূর্ব সাড়াও মিলেছিল। এমনকী এই পরিষেবা যে পরবর্তীতে বনগাঁ শাখায়ও চালু করা হবে, তাও জানানো হয়েছিল রেলের তরফ থেকে। অবশেষে আজ অর্থাৎ শুক্রবার সকাল থেকেই চালু হয়ে গেল এই পরিষেবা। শুক্রবার রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদহের উদ্দেশে রওনা দেয় এসি লোকাল ট্রেন। সকাল ৭টা ৪২-এ বনগাঁ পৌঁছয় এসি লোকাল ট্রেন। পুজোর আগে এটা নিঃসন্দেহেই একটা বড় উপহার বনগাঁ শাখার যাত্রীদের জন্য। যে শিয়ালদহ শাখায় লোকাল ট্রেনগুলোতে এতদিন বাদুড়ঝোলা হয়ে যেত যাত্রীরা, সেখানে দাঁড়িয়ে এসি লোকাল ট্রেন চড়া নেহাতই চাঁদ হাতে পাওয়ার সমান। অবশেষে যাত্রীদের সেই স্বপ্নই পূরণ হল। শুক্রবার সকালে প্রথমবার শিয়ালদহ-ভায়া বারাসত – বনগাঁ-রানাঘাট রুটে ছুটল এসি ট্রেন। স্বাভাবিক ভাবেই যাত্রীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল দেখার মতো। প্রত্যেকের মুখেই ছিল চওড়া হাসি। শিয়ালদহ থেকে বনগাঁ পর্যন্ত ওই ট্রেনের ভাড়া রাখা হয়েছে ১২০ টাকা। ওই রুটে সর্বনিম্ন ৩৫ টাকা ও সর্বোচ্চ ১৫০ টাকা ভাড়া ধার্য করা হয়েছে। এদিন সকাল থেকেই বনগাঁ স্টেশনের কাউন্টারে টিকিট কাটার জন্য পড়েছিল দীর্ঘ লাইন। বনগাঁ থেকেও যে কোনওদিন এসি লোকাল ট্রেন চলবে, এটা ভাবতেই পারছেন না নিত্য রেলযাত্রীরা। শিয়ালদহের সব শাখার চাইতে যেখানে অপেক্ষাকৃত বেশি ভিড় হয় বনগাঁ লোকালে, সেখানে এত আরামে ট্রেনে চড়া নেহাতই স্বপ্ন বলে মনে করছেন যাত্রীরা।