বাংলা ভাষা ও বাঙালিদের উপর ‘আক্রমণ’ নিয়ে আগস্ট বিধানসভায় বিশেষ অধিবেশন

প্রথমে রাজপথে মিছিল। পরে ২১শের সভা থেকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপর নির্যাতনের বিরুদ্ধে এবার বিধানসভায় বিশেষ অধিবেশন হতে পারে। পরিষদীয় দফতর সূত্রে খবর, ৮ থেকে ২১ আগস্টের মধ্যে বিশেষ অধিবেশন ডেকে এই ইস্যুতে একটি নিন্দাপ্রস্তাব উত্থাপন করা হবে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, যা নিয়ে নিন্দাপ্রস্তাব আনতে চাইছে রাজ্যের শাসক দল। এছাড়াও এই অধিবেশনে আইন দফতরে বর্তমানে পর্যালোচনাধীন চারটি আইনসভা বিলও উত্থাপন করা হতে পারে। ২১শে জুলাই দলের শহীদ সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এই ইস্যুতে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। যার পরিপ্রেক্ষিতে এই প্রস্তাবিত অধিবেশনটি হতে পারে। তবে শুধুমাত্র বাংলায় বা অসমে নয়, সংসদের দুই কক্ষেও এই ইস্যু নিয়ে লড়াই চালিয়ে যেতে দলীয় সাংসদদের নির্দেশ দিয়েছেন মমতা-অভিষেক। সংসদের বর্ষাকালীন অধিবেশন সোমবার নয়াদিল্লিতে শুরু হয়েছে, এই অধিবেশনে তৃণমূল সাংসদরা সংসদের ভেতরে-বাইরে সরকারকে এই ইস্যুতে চাপে ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে এটাই প্রথমবার নয়, এর আগেও পশ্চিমবঙ্গ বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হয়। গত বছরের আগস্টে, আরজি কর হাসপাতালে একজন মহিলা মেডিকেল ইন্টার্নের ধর্ষণ ও হত্যার অভিযোগের পরিপ্রেক্ষিতে ‘অপরাজিতা বিল’ পাস করার জন্য এই বৈঠক করেছিল রাজ্য সরকার।